News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো : রুশো


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৯:৫৭ পিএম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো : রুশো

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশো বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। দীর্ঘদিন যাবৎ সরকার তাকে কারারুদ্ধ করে রেখেছে। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাসদাইরে মহানগর কৃষক দলের বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। মহানগর কৃষক দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রশিদুর রহমান রুশো বলেন, আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই ২০২৩ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচন বিনাভোট কিংবা রাতের ভোটে হবে না। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অতীতের থেকে আরও বেশি সক্রিয় ভূমিকা রেখে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো।

এসময় খালেদা জিয়ার পাশাপাশি দলের অসুস্থ নেতাকর্মী, আন্দোলনে পুলিশের হামলায় ও গুলিতে আহত ও নিহত নেতাকর্মীদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায়ও দোয়া করা হয়।

মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি এনামুল কবির নাহিদ, সহ সভাপতি ফিরোজ আহমেদ, মাহবুব হাসান জুলহাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, কৃষক দল নেতা রানা মুজিব, রিটন দে, রানা মুন্সি, নিজাম শিকদার, বাদশা খন্দকার, সেলিম, জসিমউদদিন, রিপন শিকদার, মনির হোসেন খান, আইয়ুব আলী, মাসুদ আহমেদ, আরিফ, মামুন খন্দকার, লিমন,ওসমান গনী, আকতার হোসেন অপু, মনির রাসেল, বুলবুল, নুরুলাহ খন্দকার, তাজুল ইসলাম, জহিরুল ইসলাম, সুমন ভূঁইয়া, মোক্তার হোসেন ও আক্তার হোসেন প্রমুখ।

Islams Group
Islam's Group