‘আপনাকে পাশ করাইলে কি লাভ হয়? দলেরই বা কি লাভ হয়? একজন এসপি জানেন, সরকার না থাকলে তার চাকরি থাকবে না। একজন ডিসিও মনে মনে জানেন, এই সরকার না থাকলে আমার ট্রান্সফার হয়ে যাবে, কোন জায়গায় কোন শাস্তি দিবে। তার ভিতর তো ওই ভয় নাই’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমালোচনা করে এসব মন্তব্য করেন নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন।
সময়ের নারায়ণগঞ্জকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ ছেড়ে তারাই পালায় যাদের আরেক দলের সঙ্গে কোনো লিয়াজু নেই। যিনি আওয়ামী লীগের কট্টর সমর্থক। যেটার মধ্যে কোনো আপস থাকে না। যদি অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশে থাকতে পারে তাহলে শামীম ওসমান দেশে থাকতে পারবে না কেনো? বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান সাহেবের স্ত্রীর সঙ্গে আমার মায়ের ভালো সম্পর্ক ছিল। মান্নানের কাছে আমার মা যাইতো। এতো ভালো সম্পর্ক থাকার পরও আমি জেল থেকে বাঁচতে পারি নাই।
তিনি তখন বলেছিলেন, নারায়ণগঞ্জের যিনি মেয়র তখন বিএনপির আমলেও তিনি মেয়র। কিভাবে টেকনিক প্রয়োগ করে সরকারের সঙ্গে খাতির রাখা যায় আবার বিরোধী দল সাজানো যায় তা তিনি (মেয়র আইভী) ভালো করেই জানেন। তিনি আবার বাজেট অধিবেশনে বলেন, এসপি, ডিসি নাকি তার কথা শুনে না। শামীম ওসমান এতো বড় একটা জনসভার ডাক দিয়েছেন। বিএনপি তো ক্ষমতায় আসলে আমাকে দৌড়ান দিতে পারে। তো ওনাকে (আইভী) তো আর দৌড়ান দিবে না। তাকে উল্টো আরামে রাখা হবে।
আপনার মতামত লিখুন :