News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

‘শামীম ওসমান ৫৭০ সাবানে ওয়াশ করেছেন’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১০:৫৪ পিএম ‘শামীম ওসমান ৫৭০ সাবানে ওয়াশ করেছেন’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড রেড জোনের পরেও কেনো পর্যাপ্ত ওষুধ বিতরণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম। এসময় ডেঙ্গুতে মৃত্যু এক আওয়ামী লীগ নেতার কুলখানিতে এমপি শামীম ওসমান তাকে (মনোয়ার বেগম) ৫৭০ সাবান দিয়ে ওয়াশ করেছে বলে তিনি জানান।

তিনি বলেন, তার (এমপির) মুখে যা যা ভাষা ছিল তাই আমাদের বলেছে। স্থানীয় ৫নং ওয়ার্ড কাউন্সিলর (সাদরিল) মামলার কারণে এলাকা ছাড়া হওয়ায় এই ওয়ার্ডে কে দায়িত্ব আছে? তিনি জানেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। ডেঙ্গুতে ৫নং ওয়ার্ডে এ পর্যন্ত ১১ জন মানুষ মারা গেছে এখনো ৪৫ জন হাসপাতালে ছটপট করছে।

মনোয়ারা বেগম আরও জানান, হেপাটাইসি বি নিয়ে আমরা অনেকে জন্ডিস মনে করি। এতে আমরা পুরাতন পানি পড়া কমলা পড়া নিয়ে বাসায় বসে থাকি। এখন আধুনিক সময়ে টিকা ছাড়া কোন উপায় নাই।

মনোয়ারা বেগমের ক্ষোভ প্রকাশের পর প্রত্যুত্তরে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, সিটি কর্পোরেশনের রুলসে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর না থাকলে ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অটোমেটিক চলতি দায়িত্ব পালন করতে পারে। এতে সিটি কর্পোরেশন আপনাকে দায়িত্ব দিলো বা দিলো না দেখার সুযোগ নেই। আমরা সবাই ওষুধ দেয়ার দাবি জানাই। মশা জন্মানোর আগে ডিমে তেলাক্ত ওষুধ দিতে হবে। এর জন্য আগে মশা জন্মানোর ডিম বা লার্ভা আমাদের আগে সনাক্ত করতে হবে। আমাদের তিনটি অঞ্চলের নাসিক কাউন্সিলরদের নেতৃত্বে একাধিক টিম কাজ চলমান। অনেক কাউন্সিলরবৃন্দ রয়েছে তারা নাসিকের সাথে যোগাযোগ করতে চান না, তারা নাসিক থেকে যোগাযোগের অপেক্ষায় থাকেন। আপনার ওই ওয়ার্ড দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে আপনি প্রয়োজনে ব্যবস্থা নিন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে বাংলাদেশ নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প হেপাটাইটিস বি সংক্রমণ স্ক্রিনিং ও প্রতিরোধ জনসচেনতনামূলক কর্মসূচির ফলাফল অবহিতকরণ সভায় তিনি একথা জানান।

সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুর করিম বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর বিভা হাসান, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মনিরুজ্জামান মনির, মহিলা কাউন্সিলর মনোয়ার বেগম, সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার শেখ মোস্তফা আলী, নাসিক জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. নিজাম আলী ও নাসিক মেয়র পিএটু আবুল হোসেনসহ প্রজেক্টের সকল কর্মকর্তারা।

Islams Group
Islam's Group