News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

মারতে গিয়ে খেলেন টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১০:৩৩ পিএম মারতে গিয়ে খেলেন টিপু

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি জুয়েল প্রধানকে মারতে গিয়ে উল্টে নিজে মারধরের শিকার হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকট আবু আল ইউসুফ টিপু। বোববার (১৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই ঘটনা ঘটে।

এসময় অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপু দফায় দফায় মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি জুয়েল প্রধানকে মারতে যান। কিন্তু প্রত্যেকবারই গিয়ে ব্যর্থ হয়েছেন। একবার গিয়ে মারধরের শিকার হয়েছেন।

প্রত্যক্ষ্যদর্শী ও যুবদলের কর্মীদের সাথে কথা বলে জানা যায়, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি জুয়েল প্রধান রাজনৈতিক মামলার হাজিরা দিতে আদালতে যান। সেই সাথে তিনি আদালতের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। এসময় সামনে দিয়ে যাচ্ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকট আবু আল ইউসুফ টিপু। সেই সাথে জুয়েল প্রধানকে উদ্দেশ্য করে টিপু বলতে থাকেন, তুই জোসেফের সাথে রাজনীতি করস। জোসেফ ভালো না।

তখন জুয়েল প্রধান টিপুকে উদ্দেশ্য করে বলেন, আপনি বেশি কথা বলেন। এত বলার কি প্রয়োজন? আমি তো আপনাকে কিছু বলিনি। একথা বলতেই টিপু বলেন জুয়েল প্রধান হুমকি দিয়ে বলেন তুই কিভাবে রাজনীতি করস দেখবো। তখন জুয়েলের পাল্টা উত্তরে টিকে থাকতে না পেরে টিপু তার সহযোগী আরেকজনকে নিয়ে আসেন। সেই সাথে দৌড়ে গিয়ে জুয়েলের উপর আক্রমণ করতে যান। পরে জুয়েলের সাথে লোকজন পাল্টা প্রতিহত করেন।

এসময় জুয়েলের সাথে লোকজনের দ্বারা মারধরের শিকার হন টিপু। পরে আবার তৃতীয় দফায় আরও কয়েকজনকে নিয়ে যান জুয়েলকে মারার জন্য। এসময় অন্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। জুয়েল প্রধানকে আদালতপাড়া থেকে সরিয়ে দেন।

এ বিষয়ে জুয়েল প্রধান বলেন, আমি আদালতের হাজিরা দিতে গিয়েছিলাম। এসময় যুবদলের কমিটি নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আমাকে মারধর করতে এসেছিলো টিপু। সে কয়েক দফায় আমাকে মারতে আসে। পরে অমার সাথে থাকা লোকজন পাল্টা প্রতিহত করতে গিয়ে হয়তো টিপু মারধরের শিকার হয়েছেন। এরপর আমি আমার লোকজন নিয়ে আদালতপাড়া থেকে চলে আসি।

Islams Group
Islam's Group