News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

ঝিমিয়ে জেলা মহানগর যুবলীগের কমিটি!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১০:৩০ পিএম ঝিমিয়ে জেলা মহানগর যুবলীগের কমিটি!

দেড় যুগ পর হঠাৎ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের আহবায়ক কমিটি গঠনের প্রক্রিয়ায় হেলেদুলে পড়েছিল প্রত্যাশী নেতারা। কিন্তু ২৫ দিন অতিবাহিত হলেও এখনো আহবায়ক কমিটি গঠনের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এতে আবারো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের নেতারা ঝিমিয়ে পড়েছে। চলতি মাসে কেন্দ্রীয় যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে মহানগর যুবলীগের বই সভাপতি সাজনুর নিকট তুলে দেন কেন্দ্রীয় সভাপতি পরশ ও সাধারণ সম্পাদক নিখিল। সপ্তাহ বেশি সময় বই পেয়ে যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম চালু করেছে মহানগর যুবলীগ। আহবায়ক কমিটি চলতি মাসে।

গত মাসের ২৬-২৮ তারিখের মধ্যে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় দপ্তর সম্পাদকের একটি বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা নেয়া হয়।

এতে জেলা যুবলীগের আহবায়ক পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি। যুগ্ম আহবায়ক পদে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে আড়াইহাজার দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া, জানে আলম বিপ্লবসহ কয়েক নেতা। মহানগর যুবলীগের আহবায়ক পদে শহর শাখার সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল। যুগ্ম আহবায়ক শহর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহিন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু ও আহম্মেদ কাউসার জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে।

সূত্র মতে, জমাকৃত প্রার্থীদের মধ্যেই আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন করতে চায় কেন্দ্রীয় যুবলীগ। কিন্তু আহবায়ক কমিটির প্রার্থীদের জীবন বৃত্তান্ত নিয়ে আবার সম্মেলনের দিকে নজর থাকায় স্থানীয় যুবলীগের নেতাদের মধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

একাধিক সূত্রে জানা যায়, এই সেপ্টেম্বর মাসেই দ্রুত সময়ে যুবলীগের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটি ঘোষণা আসছে। প্রথমে জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত চাওয়া হলেও পরে জেলা ও মহানগরের আহবায়ক ও যুগ্ম আহবায়কের জীবন বৃত্তান্ত জমার নির্দেশনা দেয়া হয়। এতে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের তালিকা দীর্ঘ হলেও মহানগরে আহবায়ক ও যুগ্ম আহবায়কে রয়েছে সীমিত কয়েকজন।

জানা যায়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর সিনিয়র নেতারা গা-ঢাকা দেয়। এর কয়েক বছর পর ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়। এতেও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা থাকা অবস্থায় ২০০৫ সালে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি পদে আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল নির্বাচিত হন। মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল নির্বাচিত হয়। ওই সময় এমপি শামীম ওসমান ও মেয়র ডা. আইভীর রাজনৈতিকভাবে মিল থাকায়, তাদের সিদ্ধান্তে নেতারা নির্বাচিত হন। সেই সঙ্গে জাকিরুল আলম হেলালকে করা হয় সিনিয়র সহ-সভাপতি, আসিফ হোসেন মানুকে সহ-সভাপতি ও শাহ নিজামকে করা হয়েছিল যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের পর ২০১৫ সালে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে জাকিরুল আলম হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম মহানগর আওয়ামী লীগে যুক্ত হয়ে এখনো অব্যাহত রয়েছে।

শামীম-আইভী দ্বন্দ্বের কারণে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতানৈক্য সৃষ্টি হয়। এর ফলে জেলা যুবলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এরমধ্যে ২০১৬ সালের ৯ অক্টোবর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুমোদনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আংশিক কমিটিতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। ১৩ মাস পর ২০১৭ সালের ২৫ নভেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হয়ে দায়িত্ব পালন করে বর্তমানে সাবেক হয়েছেন। এই দুই নেতা যুবলীগের দায়িত্বে থেকেও জেলা আওয়ামী লীগে পদায়নের কারণে যুবলীগের কোনো কর্মসূচি পালন করেনি। এতে প্রায় ৬ বছর ধরে জেলা যুবলীগ নেতৃত্বহীন পড়ে আছে, কিন্তু প্রবীণদের পিছনে ফেলে নবীনদের জেলা যুবলীগের কর্মসূচি পালন করতে দেখা গেছে।

২০০৫ সালে সর্বশেষ নারায়ণগঞ্জ শহর যুবলীগের (বর্তমানে মহানগর) কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি শাহদাত হোসেন ভূঁইয়া সাজনু ও সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জ্বল। এরমধ্যে সাজনু শামীম ওসমানের অনুসারী আর উজ্জ্বল মেয়র আইভীর ছোট ভাই। মহানগর যুবলীগের শীর্ষ দুই নেতাকে দীর্ঘ ১৮ বছরেও একজোট হয়ে কোনো কর্মসূচি পালন করতে দেখেনি নেতাকর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক আলাদা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করছেন।

Islams Group
Islam's Group