News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০

পদমর্যাদায় আজাদের উপরে সুমন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১০:২৯ পিএম পদমর্যাদায় আজাদের উপরে সুমন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির রাজনীতিতে নজরুল ইসলাম আজাদ এবং মাহমুদুর রহমান সুমনের পাল্টাপাল্টি অবস্থান দীর্ঘদিনের। কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ নিয়ে রাজনীতিতে প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন নজরুল ইসলাম আজাদ। অন্যদিকে কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এবং সাবেক জেলা বিএনপির সহ সভাপতি মাহমুদুর রহমান সুমন চেষ্টা চালাচ্ছিলেন কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চমক দেখিয়ে দলে জায়গা করে নিয়েছেন সুমন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে মাহমুদুর রহমান সুমনকে নতুন পদের দায়িত্ব দেয়া হয়। তার নতুন পদবী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক। এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা নিজ জেলায় নতুন আরেক কেন্দ্রীয় নেতা পেলেন।

মাহমুদুর রহমান সুমনের নতুন পদ প্রাপ্তির মধ্য দিয়ে উচ্ছ্বাস তৈরি হয়েছে বিএনপিতে। তার চাইতে বেশি উচ্ছ্বাস দেখা দিয়েছে নজরুল ইসলাম আজাদের অনুসারী কিংবা আজাদের রোষানলের শিকার হওয়া বিএনপির নেতাকর্মীদের। কারণ একই উপজেলার সন্তান সুমন এবার আজাদের চাইতেও বড় পদ লাভ করেছেন কেন্দ্রীয় কমিটিতে।

দলীয় সূত্র বলছে, কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের বহু উপরে অবস্থান অর্থনৈতিক বিষয়ক সম্পাদকের। সেখানে সুমন লাভ করেছেন সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক। অন্যদিকে নজরুল ইসলাম আজাদ তার কয়েকধাপ নিচের পদে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আছেন। বেশ কিছুদিন আজাদ অনুসারীদের ভেতর নেতার পদ নিয়ে গর্ববোধ থাকলেও এবার তাকে অতিক্রম করে গেছেন সুমন।

খোঁজ নিয়ে জানা যায়, নজরুল ইসলাম আজাদের অনুগামী হিসেবে পরিচিত মামুন মাহমুদ তারই পরামর্শে সুমন ও আঙ্গুর অনুগামীদের মাইনাস করে উপজেলা বিএনপির কমিটি দেন। এই কমিটি প্রদানের মধ্য দিয়ে দলের ভেতর নতুন করে বিভাজন তৈরি করেন আজাদ। যদিও আজাদ পূর্ব থেকেই বিভাজনের কারিগর হিসেবে পরিচিত দলের ভেতর। বেশ কিছুদিন উপজেলা বিএনপি পরিচালনা করতে বেগ পেতে হলেও দ্রুতই ঘুরে দাঁড়ান সুমন ও আঙ্গুর। নতুন করে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় পালে হাওয়া লেগেছে সুমন বলয়ে।

সুমনের অন্যতম পরিচয় হচ্ছে সে আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরুর ছেলে। তার চাচা আতাউর রহমান আঙ্গুর এই আসনের সাবেক এমপি। আড়াইহাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন মাহমুদুর রহমান সুমন। এর পাশাপাশি কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা ও জেলা বিএনপির সাবেক নেতা হিসেবেও বড় প্রোফাইল রয়েছে তার। বাবার হাত ধরে রাজনীতিতে আসা এই নেতা এখন নারায়ণগঞ্জ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন।

Islams Group
Islam's Group