News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

টাকা ছাড়া নড়ে না খোকন সাহা!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১০:৫৬ পিএম টাকা ছাড়া নড়ে না খোকন সাহা!

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার। তিনি খোকন সাহার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন না করানোর অভিযোগ তুলেছেন।

জানা যায়, গত ১৪ই সেপ্টেম্বর সন্ধায় নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টার কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। শামীম ওসমানের বিশাল সমাবেশকে কেন্দ্র করে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন আহম্মেদ।

এসময় আলাউদ্দিন হাওলাদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘নাজিম ভাই কথাগুলো খেয়াল করবেন। আমার পোলাটা আওয়ামী লীগ করে কেইস খাইছে। শখ করে গেছিলাম খোকন সাহার কাছে হাজিরা দিতে। হাজিরা দেয় দুইজন লোক ৫০০ টাকা করে দিছি। ৫০০ টাকা দিছি দেইখা যা তা কয়ে গালিগালাজ করে। আমারে কয় আপনি কে? আপনি কি? আমি কইছি ওই বেটা তুই কি? তুই আওয়ামী লীগ করস। মালেক সাহেব কইল তার কাছে তিন হাজার টাকা দাবী করেছে।’

আলাউদ্দিন হাওলাদার বলেন, ‘কি আওয়ামী লীগ করবেন? কেন আওয়ামী লীগ করবো? নামই বলে দিলাম শহীদুল্লাহ সাহেব কে সাপোর্ট দিছে কে ফোন দিছে এক টাকাও লাগে নাই। আর আমাদের আওয়ামী লীগের পোলাপাইন এক হাজার নিচে জামিন করে না। এ হলো মহানগর আওয়ামী লীগ। এ হলো মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী। কেমনে করবো আওয়ামী লীগ।’

তার এই বক্তব্যের সাথে প্রস্তুতি সভায় আরও অনেক নেতাকর্মীরা সুর মিলান। তারাও আওয়ামী লীগের বিভিন্ন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট খোকন সাহা। সেই সাথে তিনি নারায়ণগঞ্জ আদালতপাড়ার একজন সিনিয়র ও প্রভাবশালী আইনজীবী।

Islams Group
Islam's Group