News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

মঞ্চে ছিল না আনোয়ার আইভী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১০:৫২ পিএম মঞ্চে ছিল না আনোয়ার আইভী

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশে ছিলেন না মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তাদের ছাড়াই সমাবেশে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের সকল নেতারা উপস্থিত ছিলেন এমপি শামীম ওসমানের ডাকা সমাবেশে। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাদের ডেকে পরিচয় করে দেন এমপি শামীম ওসমান। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে এত কাছে পেয়ে কথা বলতে পেরে নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ২নং রেলগেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ জেলা ও মহানগর, উপজেলা ও থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশে এক মঞ্চে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর হাই ও সাধারণ সম্পাদক ভিপি বাদলকে বসিয়েছেন এমপি শামীম ওসমান। তারা একত্রে বসলেও এখানে ছিলেন না নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তার বক্তব্য না পাওয়া গেলেও মেয়রের একাধিক সূত্রে জানা গেছে, সমাবেশ বিষয়য়ে মেয়রকে কেউ অবগত করেনি।

অন্যদিকে মহানগরের সভাপতি আনোয়ার হোসেনকে সমাবেশে দাওয়াত না দিয়ে এমপি শামীম ওসমানের নির্দেশে এক মঞ্চে ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, মাসুদুর রহমান খসরু, রবিউল হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও মাহমুদা মালাসহ একাধিক নেতারা। এর আগে আনোয়ার হোসেন বলেছেন, ‘মাইকে সমাবেশ হবে শুনেছি। কিন্তু কেউ ওই সমাবেশে থাকার দাওয়াত দেয়নি।’

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর একাধিক সিনিয়র নেতারা জানিয়েছেন, আগামী বছর জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে এমপি শামীম ওসমানের অবস্থান পরিষ্কার করার জন্যই এই সমাবেশ করেছে। এত বড় সমাবেশ করলেও আওয়ামী লীগের দলীয় কেউ আসেনি। স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেও তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নন। প্রশাসনের একটি বড় প্রভাব সৃষ্টি করার জন্য এমপি শামীম ওসমান সমাবেশ করে কৌশলী ভূমিকা নিয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) এলাকার এমপি হয়ে তিনি এবার পুরো জেলা ও মহানগর আওয়ামী লীগকে একত্রিত করেছে। শুনেছি, ওই সমাবেশের মঞ্চে জাতীয় একাধিক নেতা ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এতে বুঝা যায়, এমপি শামীম ওসমানের নিজস্ব বাহিনীকে সজাগ করতে এই সমাবেশ ডাকা হয়েছে।

তারা আরও বলেন, নাসিক বাজেটে ওসমান পরিবারের কাউকে দাওয়াত দেয়নি মেয়র আইভী। ওখানে আওয়ামী লীগের মধ্যে মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ছাড়া কয়েকজন উপস্থিত ছিলেন। এর পরিপ্রেক্ষিতে ওসমানদের সমাবেশে মেয়র আইভী ও আনোয়ার হোসেনকে ডাকা হয়নি।

Islams Group
Islam's Group