News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

অয়ন ওসমানের শো-ডাউন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৪:৪০ পিএম অয়ন ওসমানের শো-ডাউন

নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠিত সমাবেশে শো ডাউন দেখিছেন অয়ন ওসমান। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হওয়া নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে তিনি সমাবেশে যোগ দেন। একটি খোলা অটোরিকশায় চড়ে তিনি নেতাকর্মীদের নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশে আসেন।

১৬ সেপ্টেম্বর বিকেলে শহরের দুইনং রেল গেট এলাকাতে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এমপি শামীম ওসমান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগরের সেক্রেটারী খোকন সাহা, বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, সোনারগাঁয়ের সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন।

Islams Group
Islam's Group