News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

চন্দন শীলকে অবমূল্যায়ন!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩, ১০:৫২ পিএম চন্দন শীলকে অবমূল্যায়ন!

নারায়ণগঞ্জ পুলিশ সুপারে কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনের দিনে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের কোনো মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এই ম্যুরাল নির্মাণে নারায়ণগঞ্জ জেলা পরিষদ অর্থায়ন করলেও সেদিন তার নাম নেয়া হয়নি বলে জানান সেলিম ওসমান।

বন্দরের নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

বক্তব্য রাখতে গিয়ে সেলিম ওসমান বলেন, ভালো কাজ করলে সেটা বলা হয় না। আমরা জানি এসপি অফিসে ম্যুরাল নির্মাণ হয়েছে। কিন্তু কোনো বক্তব্যে কেউ কখনও বলেনি সে ম্যুরাল নির্মাণে এই ফান্ড কোথা থেকে আসলো। কারা ফান্ড দিলো। যিনি ভালো কাজে এগিয়ে আসতে চায় তাকে যদি মূল্যায়ন করা না হয় সে মানুষটা কষ্ট পায়।

সেলিম ওসমান বলেন, বঙ্গবন্ধু ম্যুরাল করলো জেলা পরিষদ সেই উদ্বোধন অনুষ্ঠানে আসলো আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তিনি জানতে পারলেন না এই টাকা কোথা থেকে আসলো? তিনি একটা ধন্যবাদ দিতে পারলেন না। আমি যদি এখানে কোনো ঘোষণা না করতাম তাহলে হয়তো কেউই জানতো না চন্দন শীলের কথা।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে নির্মিত ‘নির্ভীক দুর্জয়’ নামে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়। আর এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

একই সাথে আরও উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

Islams Group
Islam's Group