নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেটকে স্বাগত জানিয়ে নগর উন্নয়নে ব্যক্তিস্বার্থকে বাদ দিয়ে যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। তিনি বলেছেন, ‘বাজেট অধিবেশনের দাওয়াত আমি পাইনি। পেলে একজন নাগরিক হিসেবেও উপস্থিত থাকতাম। এর আগেও আমি একটি বাজেট অনুষ্ঠানে দাওয়াত পেয়ে গিয়েছিলাম। চেষ্টা করেছিলাম সেদিন কিছু উত্থাপিত সমস্যার সমাধানের। আমি ও মেয়র এক টেবিলে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমি গণমাধ্যমে বাজেট অধিবেশনের হলরুম ও নতুন নির্মিত নগর ভবন দেখে মুগ্ধ। ভবিষ্যতে যে কোন প্রয়োজনে আমি সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আছি ও ভবিষ্যতেও থাকবো।’
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে নিউজ নারায়ণগঞ্জের এ প্রতিবেদককে সেলিম ওসমান এসব কথা বলেন।
এর আগে দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করা হয়।
এ বাজেট ঘোষণায় এমপি সেলিম প্রসঙ্গেও কথা বলেন আইভী। তিনি বলেন, আমি মনে করি আজকে আমার একটি ভুল হয়ে গেছে বড় ভুল। আমি কার্ড পাঠিয়েছি সবাইকে। কিন্তু আমার টেলিফোনে বলার দরকার ছিল এমপি মহোদয়দেরকে। অন্তত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি মহোদয়কে ফোন করে বলার দরকার ছিল। সেলিম ভাই আসলে অনেক সমস্যার সমাধান হতো। কারণ উনার সাথে কথা বলে এ পর্যন্ত আমরা একটা দুইটা সমাধান পেয়েছি। যদিও সেটা ক্ষণিকের সমাধান। হয়তো তিন মাস কিংবা পাঁচ মাস। কিন্তু সমাধান পেয়েছি। উনাকে (সেলিম ওসমান) যখনই যেটা অনুরোধ করেছি উনি চেষ্টা করেছেন সেটা করে দেয়ার জন্য। উনাকে আমার বলার দরকার ছিল, আসেন আমরা কথা বলি। আমার ভুল হয়ে গেছে।’
সেলিম ওসমান বলেন, ‘জানতে পেরেছি বাজেট অধিবেশনে মেয়র বলেছেন আমরা দুই এমপি ভ্রাতৃদ্বয় রাজধানীতে বসবাস করি। হ্যাঁ তাঁর কথাটি সত্য কিন্তু পরিবার রাজধানীতে থাকলেও আমাদের সকল কর্মযজ্ঞ নারায়ণগঞ্জ ঘিরে। আমি প্রায় প্রতিদিন নারায়ণগঞ্জে অফিস করি এবং কদাচিৎ এখানে রাত্রিও যাপন করি। আমাদের দিনরাত এ নারায়ণগঞ্জ ঘিরেই। ১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির জনকের পরিবারকে সপরিবারে হত্যার পর আমাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে। ঠিক তেমনি ওয়ান এলেভেনের পরেও আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। শুধুমাত্র এসব কারণেই পরিবারকে সুরক্ষিত রাখতে তাদেরকে ঢাকায় রাখা হয়। পরিবারের লোকজন রাজধানীতে থাকলেও আমরা ঠিকই সকাল থেকে রাত অবধি যেমন নারায়ণগঞ্জ থাকি তেমনি এ জনপদের উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখানে মেয়রের বক্তব্যকে ভিন্নদিকে বা ভিন্নখাতে নেওয়ার কোন সুযোগ নাই।’
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৭-১৮ বাজেট অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান উপস্থিত হয়েছিলেন। আর সেদিনের বাজেট অনুষ্ঠানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতির পট পরিবর্তনের সূচনা ঘটেছিল। যদিও সেটা বেশিদিন স্থায়ী হয়নি।
আপনার মতামত লিখুন :