News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

কমিটিতে পদ পেয়েই মেসেজ : একটু খেয়াল রাইখেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ১১:১২ পিএম কমিটিতে পদ পেয়েই মেসেজ : একটু খেয়াল রাইখেন

সবে মাত্র কমিটিতে পদ পেয়েছেন। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদাবাজিতে মেতে উঠছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদ্য পদ পাওয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি। বিভিন্ন পর্যায়ের লোকজনের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা চাওয়া শুরু করে দিয়েছেন। সেই সাথে এই কামাল উদ্দিনের বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে।

গত ২৯ আগস্ট স্বেচ্ছাসেকব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির অনুমোদন দেয়া হয়। আর এই কমিটিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক করা হয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দলের সবশেষ কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানাকে।

সদস্য সচিব করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু ও আর সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে কামালউদ্দিন জনিকে।

আর এই কমিটি ঘোষণার দুই দিনের মাথায় বিভিন্ন পর্যায়ের লোকদের কাছে টাকা চাওয়া শুরু করে দিয়েছেন কামাল উদ্দিন জনি। ইতোমধ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েকজনের কাছে তিনি টাকা চেয়েছেন। আর এ নিয়ে বিএনপির শুভাকাঙ্খীসহ বিভিন্ন পর্যায়ের লোকদের মধ্যে নানা কানাঘুষা শুরু হয়েছে।

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদ্য পদ পাওয়া সিনিয়র যুগ্ম আহবায়ক কামালউদ্দিন জনির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। ২০১৭ সালে দেখা প্রকাশ্যে আসে কামাল উদ্দিন জনির জমজমাট মাদক ব্যবসা। সে সময় বন্দর থানার পুলিশ অভিযান চালালে জনির বাড়ি থেকে হাতেনাতে মাদক নিয়ে ধরা পড়ে তার দুই সহযোগী। আর এসময় জনি তার ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়।

তারপর কিছুদিন পলাতক অবস্থায় থেকে আবার রাজনীতিতে সরব হন। সেই সাথে মহানগর স্বেচ্ছাসেবক দলেও জায়গা করে নেন। আর যেহেতু রাজনীতিতে পদ-পদবীতে চলে এসেছেন এবার তিনি পদের দোহাই দিয়ে চাঁদাবাজিতেও সরব হতে শুরু করেছেন।

Islams Group
Islam's Group