নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দলীয় কর্মসূচি চলাকালে নিজ দলেরই প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হয়েছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের আপন চাচা মনির হোসেন খানকে প্রেসকøাবের সামনের ফুটপাতে ফেলে বেধড়কভাবে পেটাতে দেখা গেছে। পরে মনির হোসেনকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়। মনির হোসেন ছাড়াও মহানগরের সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকেও মারধর করা হয় এ সময়।
এদিকে মহানগর যুবদলের কমিটিতে পদ না পেয়ে সাবেক যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে বুধবার মহানগর বিএনপির কালো পতাকা মিছিলে হামলা করা হয় বলে জানা গেছে। হামলায় নেতৃত্ব দেন, জোসেফসহ যুবদল নেতা, আমীর হোসেন, মূসা, বাবু, সাঈদ মুন্সি, আক্তার ওরফে কানা আক্তার, সাঈদ মুন্সি। তবে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তাদের উপর সরকারি দলের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন।
প্রতক্ষ্যদর্শী নেতাকর্মীরা জানান, বুধবার (৩০ আগস্ট) বিকেলে শহরের দুই নং রেলগেট এলাকার রেললাইনের উপর দিয়ে দলবল নিয়ে উকিলপাড়া হয়ে চাষাঢ়া প্রবেশ করে জোসেফের লোকজন। এসেই তারা অতর্কিতভাবে মহানগর বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপর লাঠি ও বাঁশ নিয়ে হামলা শুরু করে। তারা নেতাকর্মীদের মারধর করার পাশাপাশি ছোট একটি হাত বোমাও নিক্ষেপ করে সমাবেশে। এতে মাত্র ৫ মিটিনেই বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে টিয়ারগ্যাস নিক্ষেপ করে ও ধাওয়া করে জোসেফের লোকজনকে সেখানে থেকে সরিয়ে দেয়।
আপনার মতামত লিখুন :