News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

সেই জাহাঙ্গীর কমিশনারকে ভুলে গেছে বিএনপি!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি : প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০৪:৪২ পিএম সেই জাহাঙ্গীর কমিশনারকে ভুলে গেছে বিএনপি!

বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই ছিলেন রাজনীতিতে সক্রিয়। শহরের দক্ষিণাঞ্চলের যে কয়েকজন প্রভাবশালী বিএনপি নেতা ছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম। কয়েক বছর আগেও তিনি ছিলেন শহরে বিএনপির রাজনীতিতে সর্বেসর্বা। রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদেরও তিনি মধ্যমনি ছিলেন। রাজনীতি করতে গিয়ে বারবার কারা নির্যাতিতও হতে হয়েছে তাকে। ৫ বছর আগে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও শহর বিএনপির সাবেক সভাপতি এবং টানবাজার বাইতুন নূর জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম। যাকে সকলেই জাহাঙ্গীর কমিশনার হিসেবেই চিনতো। তবে সেই জাহাঙ্গীর কমিশনারকে যেন ভুলে গেছে বিএনপি।

জানা গেছে, ২০১৮ সালের ১০ জুন রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও শহর বিএনপির সাবেক সভাপতি, মহানগর যুবদলের সাবেক আহবায়ক এবং টানবাজার বাইতুন নূর জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পরদিন শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গনে প্রধান সড়কে মরহুমের জানাজার নামাজে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ীক ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি রাজনীতিতে আসেন। ব্যবসায়ীদের সংগঠন ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি। জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ শহর বিএনপির ও মহানগর যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরেই নানা ব্যাধিতে ভুগছিলেন। রাজনীতি করতে গিয়ে তিনি বার বার ষড়যন্ত্রের শিকার হওয়া ছাড়াও দীর্ঘদিন কারাবন্দিও ছিলেন। শারীরিক অসুস্থ অবস্থাতেও তিনি কারাভোগ করেন।

এদিকে সাবেক কমিশনার জাহাঙ্গীর আলমের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও তার অনুগামী বিএনপি নেতাকর্মীরা নানা কর্মসূচি হাতে নিলেও বিগত দিনে তাকে স্মরণ করতে দেখা যায়নি বিএনপির বেশিরভাগ নেতাকর্মীদের। প্রয়াত জাহাঙ্গীর আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও তার ছোট ভাই মহানগর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের পক্ষ থেকে পোস্টার করা হলেও বিগত কয়েক বছরে মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে স্মরণ করে কোন অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়নি।

Islams Group
Islam's Group