News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

ছাত্রলীগের নাম ব্যবহার করে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৩:৪৩ পিএম ছাত্রলীগের নাম ব্যবহার করে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল সাক্ষরিত বিবৃতিতে সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের ঘটনায় উষ্মা প্রকাশ করে এর সঙ্গে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নাই জানিয়েছেন।

৭ জুন প্রেরিত ওই বিবৃতিতে বলা হয় ‘‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের নাম ব্যবহার করে অনেকেই বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ও যুক্ত হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ অত্যন্ত সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালিত করে আসছে। যারা ছাত্রলীগের নাম ব্যবহার করে চাদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডে বা অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে তাদের সাথে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। পাশাপাশি কারো ব্যক্তি অপকর্মের দ্বায়ভার বাংলাদেশ ছাত্রলীগ কোনভাবেই গ্রহণ করবে না। যারা সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে এহেন কর্মকান্ডে লিপ্ত হচ্ছেন বা হবেন তাদের বিরুদ্ধে আমরা দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করছি। বিশেষত সাম্প্রতিক সময়ে আমরা এমন কিছু অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই ছাত্রলীগের নাম ব্যবহারকারীদের বিরুদ্ধ কঠোর দলীয় ব্যবস্থা গ্রহন করেছি এবং এমন ব্যবস্থা গ্রহন অব্যাহত থাকবে। তেমনি প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এসব অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করুন।’’

Islams Group
Islam's Group