News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

আমার আমেরিকার ভিসা বাতিল হয়নি, মেয়াদ ২০২৬ : শামীম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৩:৪৯ পিএম আমার আমেরিকার ভিসা বাতিল হয়নি, মেয়াদ ২০২৬ : শামীম ওসমান

নিজের আমেরিকার ভিসা বাতিল হয়নি বরং ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ আছে জানিয়েছেন শামীম ওসমান। তিনি বলেন, একটি লোকাল পত্রিকা সংবাদ করেছে আমার ভিসা বাতিল হয়েছে। তারা নিউজ করেছে আমার আমেরিকার ভিসা নাকি বাতিল হয়ে গেছে। আপনাদের বলতে চাই, আমার ভিসা ২০২৬ সাল পর্যন্ত আছে। এরাই আবার নিউজ করেছে শামীম ওসমান তুরস্কের পাসপোর্ট নিয়ে নাকি ইউরোপ ঘুরেছে। তাদের জ্ঞানের অভাব আছে। কারণ তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত না। তারা এটার বাইরের দেশ। সুতরাং সাংবাদিকতা করতে গেলে ন্যুনতম জ্ঞান প্রয়োজন।

৩ জুন শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আরকে ল্যান্ড পার্কে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শামীম ওসমান এ তথ্য জানান।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ আমাদের ভরসার প্রতীক। এই নির্বাচনে সিদ্ধিরগঞ্জে ঝামেলা বেশি হবে। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদের বলতে চাই, এবার আমরা জনগণদের নিয়ে এমনভাবে নামবো যে, মাগো বলার সময় পাবেন না। কাফনের কাপড় পড়ে মৃত্যুর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবার আমরা মাঠে নামবো।

বিএনপি ক্ষমতায় আসতে পারবে না চালেঞ্জ জানিয়ে শামীম ওসমান বলেছেন, আল্লাহর উপর ভরসা রেখে, জনগণকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী নির্বাচন তো দূরের কথা, এরপরের নির্বাচনেও বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। তারা আগের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করছে। নানা অপপ্রচার চালাচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বিএনপিকে মোকাবেলা করতে আমাদের দলের মহিলারাই যথেষ্ট। বিএনপিদের ঝাড়ু দিয়ে পরিস্কার করতে হবে। কারণ তারা বর্তমানে দেশের জন্য ময়লা। আমি খবর পেয়েছি সিদ্ধিরগঞ্জের দুই একটি জায়গায় বিএনপি-জামায়াতের ঘাঁটি বানানো হয়েছে। তাদের বিষয়ে আমরা সজাগ রয়েছি। সব এলাকার খবর রাখি। আমাদের সাচ্চা আওয়ামী লীগের কর্মী দরকার। যারা গা বাঁচাতে বিএনপির সঙ্গে গোপন যোগাযোগ রাখবেন তাদের আমার দরকার নাই।

শামীম ওসমান বলেন, যারা লাফালাফি করছেন তাদের বলতে চাই আমাদের ধৈর্য কমে যাচ্ছে। আমাদের গালাগালি করছেন তাতে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আমার নেত্রী বিরুদ্ধে কোনো বাজে কথা বললে আমরা ছেড়ে দিবো না।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

Islams Group
Islam's Group