News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

নারায়ণগঞ্জ বিএনপিতে লুকোচুরির ৫ কমিটি বাতিল হচ্ছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: জুন ২, ২০২৩, ১০:৫১ পিএম নারায়ণগঞ্জ বিএনপিতে লুকোচুরির ৫ কমিটি বাতিল হচ্ছে

আগামী কয়েকদিনের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই সম্মেলনের আগে জেলা বিএনপির অধীনে থাকা কয়েকটি ইউনিট কমিটি বাতিল হতে যাচ্ছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে দফায় দফায় কেন্দ্রীয় বিএনপির সাথে বৈঠক করছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা। সবশেষ গত ১ ও ২ জুন ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাদের সভা অনুষ্ঠিত হয়।
আর এই সভায় জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ককে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়। তার মধ্যে জেলা বিএনপিতে তার স্বাক্ষরিত অনুমোদন দেয়া ৫টি ইউনিট কমিটির ব্যাপারেও প্রশ্ন তোলা হয়। এই কমিটির অনুমোদনের সময় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই সাথে এক পর্যায়ে সোনারগাঁও ও আড়াইহাজার এলাকার ৫ কমিটি বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে কয়েকদিনের মধ্যেই আবার নতুন করে কমিটি ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে চলতি বছরের গত ২১ জানুয়ারী হঠাৎ করেই কারও সাথে আলোচনা ছাড়াই নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ার কথা শোনা যায়। জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন ও সদস্য সচিব মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এসকল আহ্বায়ক কমিটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
ইউনিটগুলো হলো ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার উপজেলা, রূপগঞ্জ উপজেলা, সোনারগাঁ উপজেলা, সোনারগাঁ পৌরসভা, আড়াইহাজার পৌরসভা, গোপালদী পৌরসভা, তারাব পৌরসভা, কাঞ্চন পৌরসভা।

গত বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আর এই কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব হিসেবে রয়েছেন গোলাম ফারুক খোকন। সেই সাথে কমিটিতে ১ম যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মামুন মাহমুদ। অন্যান্য যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন ও জুয়েল আহমেদ।

এ কমিটি গঠনের পর সবগুলো কমিটি নতুন করে দেওয়া হয়। কিন্তু বলবৎ ছিল সোনারগাঁ উপজেলা, সোনারগাঁ পৌরসভা, আড়াইহাজার উপজেলা, আড়াইহাজার পৌরসভা, গোপালদী পৌরসভার কমিটি। কাউন্সিল ছাড়া সোনারগাঁ থানা, পৌরসভাসহ কয়েকটি কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

এসব কমিটিতে সোনারগাঁও থানায় সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌরসভায় সভাপতি মো. শাহজাহান মেম্বার এবং সাধারণ সম্পাদক মো. মোতালের হোসেন, আড়াইহাজার থানা- সভাপতি মো. ইউসুফ আলী ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌরসভায় সভাপতি মো. মোহাম্মদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদি পৌরসভায় সভাপতি সামসুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন।

এদিকে চলতি মাসে জেলা বিএনপির কাউন্সিল হবার কথা রয়েছে। তবে সে কাউন্সিলের আগেই ৫ ইউনিট কমিটির বিষয়টি চূড়ান্ত করে সেগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে জেলার নেতাদের। এর মধ্যে ফতুল্লা থানা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিও কাউন্সিলের মাধ্যমে দ্রুততম সময়ে করার কথা রয়েছে।

জেলার সম্মেরনের পর পর থেকেই ১ম যুগ্ম আহ্বায়ক মাহমুদ আলাদাভাবে কর্মসূচি পালন করে আসছেন। তাকে বর্তমান নেতৃত্বের সাথে এখন পর্যন্ত কোনো কর্মসূচিতেই দেখা যায়নি। সবসময় তিনি আলাদাভাবে কর্মসূচি পালন করে জেলা বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করে আসছেন। সেই সাথে কেন্দ্রীয় সভাতেও তিনি অনুপস্থিত থেকে আসছেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। শহরের আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে ওই সম্মেলনে তৈমূর আলম খন্দকার সভাপতি ও কাজী মনিরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সম্মেলনের পরে জেলা বিএনপির অনেকগুলো কমিটি হলেও কেউ সম্মেলন করতে পারেনি।

Islams Group
Islam's Group