দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী এবার বেশ ঘটা করেই পালন করেছে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বড় চমক দেখিয়েছে ফতুল্লার কুতুবপুরে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হুমকি, চোখ রাঙানিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মহাসমারোহে বিশেষ ওই দিনটি পালন করেছেন নেতাকর্মীরা। আর অনুষ্ঠানের ভেন্যু হিসেবে তারা বেছে নিয়েছেন সরকারদলীয় নেতাদের বাড়ির সামনের জায়গাগুলোকেই।
একাধিক সূত্র জানায়, কুতুবপুরে বিএনপি জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে যা সাম্প্রতিক বছরগুলোতে আর দেখা যায়নি। ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রতিটি কর্মসূচীতেই নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। এমনকি আওয়ামী লীগ নেতাদের বাড়ির সামনে দিনব্যাপী অনুষ্ঠান করে সরকারবিরোধী উত্তপ্ত বক্তব্য দিয়ে নিজেদের ঝালাই করে নিয়েছেন তারা।
কুতুবপুরের ভূঁইগড়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও প্যানেল চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূঁইয়ার বাড়ির সামনে একাধিক সভা হয়েছে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকারের কট্টর বিরোধিতা করে সেখানে বক্তব্য রাখেন বিএনপির নেতাকর্মীরা।
জানা যায়, কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম মাদবর, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবুল হোসেন পিয়েলের আয়োজনে একের পর এক কর্মসূচি পালন করা হচ্ছে বৃহত্তর ভূঁইগড়ে। এসব কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, সদস্য সচিব আব্দুল বারী ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাজী শহীদুল্লাহসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।
অন্যদিকে কুতুবপুরের মুসলিমপাড়ায় বৃহত্তর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের বাড়ির সামনেই ব্যাপক আয়োজনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পালন করেছেন থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ ও তার অনুসারীরা। এতেও জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, সদস্য সচিব আব্দুল বারী ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাজী শহীদুল্লাহ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিল্লাল হোসেন, বিএনপি নেতা তুষার আহমেদ মিঠুসহ অন্যান্য বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অথচ মাত্র এক সপ্তাহ পূর্বেই আলাউদিন আওয়ামী লীগের এক সমাবেশে কুতুবপুরে বিএনপিকে আর কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জোর গলায় ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :