News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

তারেক রহমানের‘হোয়াটসআপ’ বাণিজ্য


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সময়ের নারায়ণগঞ্জ রিপোর্ট : প্রকাশিত: মে ২৫, ২০২৩, ১০:৫২ পিএম তারেক রহমানের‘হোয়াটসআপ’ বাণিজ্য

নারায়ণগঞ্জের প্রভাবশালী একজন এমপির বিরুদ্ধে বক্তব্য ও অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর আলোচনায় আসেন মশিউর রহমান রনি যার শুরু ছাত্রদলের রাজনীতি থেকে। বিএনপি থেকে পদত্যাগী শিল্পপতি শাহ আলমের অনুগামী হিসেবে পরিচিত রনি একাধিকবার গ্রেপ্তারের বদৌলতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে কদাচিৎ হোয়াটসআপে মেসেজ আদান প্রদান ও কথোপকথনের ঘটনাও ঘটে। আর সেই মেসেজ ও ফোনালাপের ভয়েস রেকর্ড করে সেগুলো এখন বিক্রি করে চলেছেন দলের অপর নেতাদের কাছে। ‘তারেক রহমানের কাছে আপনার কথাটি বলবো’ প্রলোভন দেখিয়ে বিএনপি ও এর সহযোগি সংগঠনের কোনঠাসা নেতাদের কাছে নিজেকে জাহির করা, কতিপয় নেতাদের শীর্ষ পদের আনার চেষ্টা ও কমিটিতে লোক ঢুকানোর প্রলোভন দেখানোর গুরুতর অভিযোগ এখন রনির বিরুদ্ধে। কোথাও আলোচনার টেবিলে বসলেই সেই কথোপকথন বাজানো হয়, দেখানো হয় তারেক রহমানের সবশেষ হোয়াটসআপ মেসেজও।

শুধু নারায়ণগঞ্জ নয় বরং রাজধানীতে পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে থাকা একাধিক সিনিয়র নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করে রাজনীতিতে রনি প্রতিষ্ঠিত হলেও পারিবারিক সূত্র বলছে চারপাশ মূলত আওয়ামী লীগ ঘেঁষা। এনিয়ে কেন্দ্রে কয়েক দফা লিখিত অভিযোগ পাওয় গেলেও কেন্দ্রীয় একাধিক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকায় বার বার পার পেয়ে যাচ্ছেন এ নেতা।

শুধু তারেক রহমানের সঙ্গে হোয়াটসআপে মেসেজ ও ভয়েস রেকর্ড না বরং বিএনপি ও এর সহযোগি সংগঠনের কেন্দ্রীয় অনেক নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের যোগসূত্র তৈরি করার পেছনেও বাণিজ্যকরণের অভিযোগ আছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একজন নেতা জানান, সবশেষ মহানগর বিএনপির কমিটি গঠনের পর নানা কায়দায় তার সঙ্গে যোগাযোগ করেন রনি। শহরের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে বসে আলোচনার সময়ে রনি ওই নেতাকে নিজের মোবাইল ফোনে তারেক রহমানের সাথে কথা ও মেসেজ দেখান। ওই সময়ে ওই নেতাকে বলেন, ‘আপনাদের বিষয়গুলো আমি লিডারকে জানাবো। আশা করি তিনি আমার কথা শুনবে। আগেও অনেক কথা শুনছে। তিনি আমাকে বিশ্বাস করেন ও আস্থা রাখেন। আমাকে ইতোমধ্যে জেলা যুবদলের সভাপতির নিশ্চয়তা দিয়ে দিছে। আপনার লোকজন থাকলে বলবেন কমিটিতে ঢুকিয়ে দিব। আর যেহেতু দল করতে অনেক পোলাপান পালতে হয় আমাদের বিষয়গুলোও একটু খেয়াল করবেন।’

যুবদলের মহানগরের একজন নেতা জানান, কয়েক বছর আগে অস্ত্র মামলায় গ্রেপ্তারের আগে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন রনি। পরে পুলিশ রনিকে অস্ত্র সহ গ্রেপ্তার করে। এছাড়া পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দিয়েও গ্রেপ্তার হন তিনি। এছাড়া দলের একজন যুগ্ম মহাসচিবের বাসায় ও অফিসে নিয়মিত যাতায়াতের কারণে ওই বলয়ের অনেকের সঙ্গেই রনির সুসম্পর্ক। রনির বিয়ের অনুষ্ঠানেও সে কারণে ছুটে এসেছিলেন বিএনপির হাই কমান্ডের প্রায় সকল শীর্ষ নেতা।

ওই নেতা আরো জানান, তার বিয়ের অনুষ্ঠানে নেতাদের ছুটে আসা ও কোথাও আলোচনার টেবিলে বসলেই রনি নানা ইস্যু তুলে তারেক রহমানের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি জানান দেন। ওই সময়েই হোয়াটসআপে থাকা মেসেজ ও অডিগুলো শুনাতে থাকেন। ফলে যে কেউ রনির উপর আস্থা আনতে শুরু করেন। শুরু হয় নানা ইস্যুতে দেনদরবার।

জানা গেছে, মশিউর রহমান রনির মামাতো ভাই হাবিবুর রহমান রিয়াদ প্রধান নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও আরেক মামাতো ভাই আশরাফুল ইসমাঈল রাফেল প্রধান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার মামা মতিউর রহমান মতি প্রধান ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের বৃহত্তর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। রনি ছোটবেলা থেকেই এই মামার বাসায় বড় হয়েছেন এবং এখনও এই মামার বাসায় বসবাস করছেন। রনির বাড়ি রূপগঞ্জে হলেও তিনি সেখানে থাকেন না।

এর আগে ফতুল্লার একজন নেতাকে ইঙ্গিত করে বক্তব্য রেখে আলোচনায় ছিলেন রনি। তিনি বলেন, বিএনপি অধ্যুষিত এলাকায় একজন গডফাডার আছে আপনারা জানেন। এই গডফাডারের কাজ হচ্ছে বিএনপিকে নিয়ন্ত্রণ করা। তার ব্যাপারে তারেক রহমানের কাছে উপস্থাপন করতে হবে। কেন আমার ভাইয়ের উপর হামলা হবে, কেন আমার ভাই রক্তাক্ত হবে। কেন আমার ভাই সমাবেশ উপস্থিত থাকতে পারবে না। আমরা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা চাই। আমরা কাউকে ভয় পাই না। আমাদের নেতাকর্মীরা কাউকে ভয় পায় না। ভয় পাই তাকে যখন কোনো নেতা আদর্শচ্যুত হয়ে যায়। আমরা তখনই ভয় পাই যখন আমাদের ভিতরেই কেউ ষড়যন্ত্র করে। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় পাই না। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মোকাবেলা করার ক্ষমতা রাখি। আমরা তারেক রহমানের যে কোনো নির্দেশনা পালনের জন্য প্রস্তুত রয়েছি।

Islams Group
Islam's Group