News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

ফের সক্রিয় হচ্ছেন বিএনপির বিদ্রোহীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মে ২৫, ২০২৩, ১০:৫২ পিএম ফের সক্রিয় হচ্ছেন বিএনপির বিদ্রোহীরা

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহীদের মাঝে কিছুটা নিষ্ক্রিয়তা চলে আসলেও তাঁরা আবারও সক্রিয় হচ্ছেন। নানা বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে জমে থাকা মান অভিমান ভুলে আবারও ঐক্যবদ্ধ হচ্ছেন। সেই সাথে আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁরা সক্রিয় ভূমিকায় থাকার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিন তাঁরা নারায়ণগঞ্জে সাড়া জাগানো কর্মসূচি পালন করবেন।

জানা যায়, গত ২৩ মে সন্ধ্যার পর শহরের সিনেমন রেস্তেরায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহী নেতারা একটি সভায় মিলিত হয়েছিলেন। আর এই সভায় বিদ্রোহীদের তালিকায় থাকা সকল নেতারাই উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টা সময় ধরে তাদের মাঝে এই সভা চলে।

সভার উপস্থিত নেতাদের সাথে কথা বলে জানা যায়, সভায় সাম্প্রতিক সময়ে সৃষ্ট নানা বিষয়েই আলোচনা হয়। আবারও তাঁরা ঐক্যবদ্ধভাবে বিএনপি দলীয় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। সেই সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে শক্তিশালী করার বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। নিজেদের মধ্যে সৃষ্টি হওয়া চলমান মান অভিমান ভাঙ্গেন।

এর আগে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহীদের বলয় ভাঙার গুঞ্জন উঠে। কোনো কোনো নেতা তাদের বলয় ছেড়ে আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বলয়ে ভিড়েন। যা নিয়ে মহানগর বিএনপির রাজনীতিতে অনেক আলাপ আলোচনা হয়।

কিন্তু গত ২৩ সভায় তাদের মধ্যে সৃষ্টি হওয়া নানা সংকটের সমাধান হয়। সেই সাথে আগামী ৩০ মে জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী ব্যাপকভাবে পালনের জন্য সিদ্ধান্ত নেন। কয়েকদিনের মধ্যে তাঁরা আবারও একসাথে বসে কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

এ দিনের সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে থাকা আব্দুস সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দিন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা।

সেই সাথে সদস্য পদে থাকা পদত্যাগকারী নেতারা হলেন- আওলাদ হোসেন, হান্নান সরকার অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, শহীদুল ইসলাম রিপন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, আমিনুর ইসলাম মিঠু, ফারুক হোসেন ও মো. ফারুক হোসেন।

আগামী ৩০ মে কর্মসূচির ব্যাপারে অ্যাডভোকেট শরীফুল ইসলাম বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যাপকভাবে কর্মসূচি পালনের জন্য। আশা করছি এদিন আমরা নারায়ণগঞ্জ সাড়া জাগাতে পারবো।

দলীয় সূত্র বলছে, গত বছরের ১৩ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়।

আর এই কমিটি ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে পরেছেন। সেই সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ১৫ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

কিন্তু তাদের ফিরিয়ে নেয়ার জন্য দুই দফায় আল্টিমেটাম দেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু। কিন্তু শেষ পর্যন্ত এই আল্টিমেটাম কোনো কাজেই আসেনি। আল্টিমেটামের বিপরীতে তাদের বলয় দিন দিন বড় হতে শুরু করেছেন। বিশেষ করে পাল্টা কমিটি ঘোষণার পর থেকে আরও শক্তিশালী হয়ে উঠছেন।

Islams Group
Islam's Group