বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে বাজে মন্তব্য করায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বুধবার (২৪ মে) সকালে ছত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে থাকা নেতা-কর্মীদের ‘হৈ হৈ রৈ রৈ জাহাঙ্গীর তুই গেলি কই’ স্লোগান দিতে শোনা গেছে। শহরে মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানেও বক্তব্য রাখতে গিয়ে নেত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জাহাঙ্গীরকে তুলোধোনা করেন ছাত্রদলের নেতারা।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেন, আমাদের নেত্রী মানবতার মা বেগম খালেদা জিয়াকে নিয়ে বিলাই জাহাঙ্গীর কুরুচিপূর্ণ কথা বলেছে। আপনার জিব টেনে ছিঁড়ে ফেলবো। আপনারা কথায় কথায় বলেন, খেলা হবে। আমরা খেলতে আসছি। খেলার জন্য প্রস্তুত। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি এই দেশের মানুষের জন্য আজকে ৫ বছর ধরে জেল খাটছেন। তিনি দেশের মা। তাকে নিয়ে যখন বিলাই জাহাঙ্গীরের মতো লোকেরা আলতু-ফালতু কথা বলে তখন আমাদের রক্ত শিউরে উঠে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত আছে আপনাদের মোকাবেলা করার জন্য।
এ সময় জেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :