প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সাংসদ ও ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের আনুসারীরা এই মিছিলের আয়োজন করেন। এতে মনির হোসেনের নেতৃত্বে বিশাল একটি মিছিল মূল মিছিলে যোগাদান করে।
মিছিলে যোগাদানের পূর্বে সংক্ষিপ্ত এক বক্তব্যে মনির বলেন, ৭৫ এ যখন ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল সেদিন নব বিবাহিত স্ত্রীকে বাসর ঘরে রেখে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে বাড়ি থেকে বেড়িয়ে পরেছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা নাসিম ওসমান। আজকে যখন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছেতার প্রতিবাদ জানাতে সেই নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান ভাইয়ের ডাকে আমরা এখানে সমবেত হয়েছি।
এসময় তিনি আরও বলেন, ‘বারবার হত্যার অপচেষ্টা হলেও সৃষ্টিকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ হাতে বাঁচিয়ে এনেছেন। বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার যেকোনো ষড়যন্ত্র আমরা রুখে দিতে প্রস্তুত। জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর কন্যাকে রক্ষার চেষ্টা করব।
এর আগে, দুপুর ২টা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হয় আজমেরীর নেতাকর্মীরা। পরে দুপুর সাড়ে তিনটায় চাষাঢ়া ডাকবাংলোর সমনে থেকে প্রায় সহস্রাধিক লোকজন নিয়ে মূল বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির নেতা পিজা শামীমসহ আজমেরী ওসমানের নিকটতম লোকজন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিছিলটি প্রথমে চাষাঢ়ার বিজয় স্তম্ভ হয়ে বঙ্গবন্ধু সড়কের দক্ষিণ দিকে দুই নং রেলগেট পর্যন্ত যায়। এ সময় মিছিলে থাকা নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন শ্লোগান দেয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত মিছিলটি পরে দুই নং রেলগেট ঘুরে আবার উত্তর চাষাঢ়ার দিকে রওনা হয়। সব মিলিয়ে দুপুর সাড়ে ৩টায় চাষাঢ়া ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে পুরো শহর ঘুরে বিকেল সাড়ে ৪টায় আবার চাষাঢ়া ডাকবাংলোর সামনে গিয়ে বিক্ষোভ মিছিলের পরিসমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :