News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

ভাগ্যবান বিএনপি নেতা রাজীব : রাতে গ্রেফতার দুপুরে মুক্ত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মে ২৩, ২০২৩, ১০:৫১ পিএম ভাগ্যবান বিএনপি নেতা রাজীব : রাতে গ্রেফতার দুপুরে মুক্ত

নারায়ণগঞ্জের রাজনীতিতে বিগত এক দশকে এ ধরনের ঘটনা খুব একটা ঘটেনি, আলোচিতও হয়নি। হেফাজতে ইসলামের নারকীয় তা-বের নাশকতা মামলায় অনেক আসামী কারাভোগ করেছেন। কিন্তু একই মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজীব। যেতে হয়নি কারাগারেও। আদালতের গারগখানা থেকেই তিনি জামিনে মুক্তি পান।

২১ মে দিবাগত রাত ১টায় শহরের মিশনপাড়া এলাকার নিজ বাসা থেকে মাসুকুল ইসলাম রাজীবকে গ্রেফতার করা হয়েছিলো।

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেছিলেন, একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় রাজীব নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে তার পক্ষে আইনজীবীরা জামিন প্রার্থণা করলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের আদালত দুই হাজার বন্ডে তাকে জামিন প্রদান করেন।

আসামি পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ২০১৩ সালের ৭ মে সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত হেফাজতের মামলায় দুই হাজার টাকা বন্ডে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবকে জামিন প্রদান করেছেন আদালত। আদালতকে আমরা বুঝাতে সমর্থ হয়েছি আদালত আমাদের বিষয়টি উপলব্দি করে জামিন প্রদান করেছেন।

কোর্ট পুলিশ জানিয়েছে, এটি অনেক আগের একটি মামলা। সেই সাথে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা ছিলো। তিনি আদালতে উপস্থিত হচ্ছিলেন না তাই তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালত তাকে উপস্থিত দেখছেন সেই অনুযায়ী জামিন প্রদান করেছেন।

Islams Group
Islam's Group