News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

গালি দেওয়া নেতা ‘পাতি’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মে ২৩, ২০২৩, ১০:৪৯ পিএম গালি দেওয়া নেতা ‘পাতি’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘কুত্তার বাচ্চা’ গালি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, প্রিয় নেত্রী শেখ হাসিনাকে যারা হুমকি দিয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই একটি গান ভাইরাল হয়েছে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমি বলবো কুত্তার বাচ্চা খালেদা জিয়ার মন ফুটফুটে কালা। কুত্তার বাচ্চা খালেদা জিয়া তার লালিত পালিত কুত্তাদের লেলিয়ে দিচ্ছেন আমার নেত্রীকে হুমকি দিচ্ছে হত্যা করার জন্য।

সোমবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দুই নং রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না, যদি আমার নেত্রীকে আবারও হুমকি দেয়া হয়। নেত্রী তো দূরের কথা যদি আওয়ামী লীগের একটা কর্মীকে হুমকি দেয়া হয় তাহলে আমরা কেউ বসে থাকবো না। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপির নেত্রী খালেদা জিয়া পাকিস্তান প্রিয়। যুদ্ধের সময় পাকিস্তানিরা যখন মা বোনদের নির্যাতন করেছিল তখন খালেদা জিয়া আপোসে আজিজের ঘর করেছিলেন। তিনমাস আজিজের ঘরে ছিলেন। আপনারা চেহেরা মিলিয়ে দেখবেন খালেদা জিয়ার দুই পুত্রের চেহেরা দুই রকম। খালেদা পুত্র কোকোর চেহেরা হয়েছিল আজিজের মতো।

তিনি আরও বলেন, আজকে আমরা অনেকেই বড় বড় কথা বলি। আমি আমার প্রিয় ভাই প্রিয় বন্ধুকে আহ্বান করবো ভাই বন্ধু আপনি অনেক খেলা হবে বলেছেন আসুন না আমরা সবাই মিলে আওয়ামী লীগের এক হয়ে ঐব্যবদ্ধ হয়ে খেলি। নিজের জন্য না খেলি এবং আওয়ামী লীগের লোকদের গায়েল করার জন্য না খেলি। আমরা যদি বিএনপির বিরুদ্ধে খেলি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিহত করবো। নারায়ণগঞ্জ থেকে বিএনপি জামায়াতকে প্রতিহত করতে হবে।

এদিকে ওই ঘটনার পর তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপি নেতা কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি এর আগে যুবদলের মহানগরের আহবায়ক ও সভাপতি ছিলেন।

প্রতিবাদ বার্তায় খোরশেদ বলেন, জাহাঙ্গীরের মতন পাতি নেতার মুখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলা মানায় না। জাহাঙ্গীরের বক্তব্য অশালীন। জাহাঙ্গীর খালেদা জিয়ার সাহসীকতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার দেশপ্রেম ও ত্যাগকে কটাক্ষ করে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অবমাননা করছেন।

Islams Group
Islam's Group