News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

সাখাওয়াতের ডানে জাকির অপেক্ষায় নুরুউদ্দিন সেন্টু!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি : প্রকাশিত: মে ২২, ২০২৩, ১১:০৩ পিএম সাখাওয়াতের ডানে জাকির অপেক্ষায় নুরুউদ্দিন সেন্টু!

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির ৮ মাসের ব্যবধানে একে পর এক নাটক ঘটেছে। আহবায়ক কমিটি ঘোষণার থেকে নাটকের শুরু হলেও এখনো মঞ্চস্থ করে যাচ্ছে নেতারা। ২০ মে শুক্রবার জেলা ও মহানগর বিএনপির কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জনসমাবেশে এক মঞ্চে দেখা গেছে মহানগর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেনকে। তিনি যেমন বক্তব্য দিয়েছেন তেমনি ছিলেন মঞ্চে চেয়ারে বসা। তার সাথে অনেক সময় কুশল বিনিময় করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তারা তিনজনই আইনজীবী পেশা নিয়োজিত থাকলেও গত বছর ১৩ সেপ্টেম্বর মহানগর আহবায়ক কমিটি দেয়া হলে জাকির হোসেন বিরোধীতা করেন। এবং অনুমোদনের ৫ দিনের মাথায় তিনি সহ আহ্বায়ক কমিটির ৪ যুগ্ম-আহ্বায়কসহ ১৫ নেতা পদত্যাগের ঘোষণা দেন।

২১ মে রোববার ১৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথি মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ডানে ছিলেন উদ্বোধক ১ম যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ও বামে ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অপরদিকে গুঞ্জন উঠেছে জাকিরে লাইনে রয়েছেন ৩য় যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু ও ৪র্থ যুগ্ম আহবায়ক (অব্যাহতিপ্রাপ্ত) হাজী নুরুউদ্দিন। অন্যদিকে তাদের তিনজনের সাথেই এক ভুল বুঝাবুঝি ইতোমধ্যে মিমাংসা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও আবু আল ইউসুফ খান টিপুকে সদস্যসচিব করে ৪১ সদস্যের মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি। এতে  যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আব্দুস সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দীন, আতাউর রহমান মুকুল, মনির হোসেন খান, আনোয়ার হোসেন অনু, ফাতেহ মো. রেজা রিপন, এমএইচ মামুন, আবু কাওসার আশা। সদস্যরা হলেন- অ্যাডভোকেট রফিক আহম্মদ, হাজী ফারুক হোসেন, আওলাদ হোসেন, শওকত হোসেন সকু, হাসান আহম্মদ, মাহাবুব উল্লাহ তপন, মাসুদ রানা, ডা. মজিবর রহমান, মাকিদ মোস্তাকিন সিপলু, রাশিদা জামাল, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, হান্নান সরকার, অ্যাড. বিল্লাল হোসেন,হাবিবুর রহমান দুলাল, হাবিবুর রহমান মিঠু, মনোয়ার হোসেন শোখন, মো. বরকত উল্লাহ, মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম রিপন, আমিনুর ইসলাম মিঠু, ফারুক আহম্মদ রিপন, মাহমুদুর রহমান, অ্যাড. শরিফুল ইসলাম শিপলু, শাখাওয়াতুল ইসলাম রানা, মো. ফারুক হোসেন, কামরুল হাসান সাউদ চুন্নু, হুমায়ুন কবির ও শাহিন আহম্মদ।

এই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদনের ৫ দিনের মাথায় ৪ যুগ্ম-আহ্বায়কসহ ১৫ নেতা পদত্যাগের ঘোষণা দেন। তারা হলেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দিন, আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশা, সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম মিঠু, মনোয়ার হোসেন শোখন, ফারুক হোসেন, হাজী ফারুক হোসেন, হান্নান সরকার, আওলাদ হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু।

১৫জনের পদত্যাগপত্র জমা ৬ মাসের মাথায় ২ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল ও যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীনের আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক পদ থেকে তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে এ অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে ব্যক্তিগত কারণে উক্ত পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না মর্মে উভয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আপনার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে।

আতাউর রহমান মুকুল ও হাজী নুরুউদ্দিনকে অব্যাহতি দেয়া হলেও তিনি ১৫জনকেই নিয়ে মহানগর বিএনপি বিরোধী সভা সমাবেশ ও কর্মসূচী পালন করেন। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানা কমিটি নিয়ে ৫ম যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুলের (অব্যাহতিপ্রাপ্ত) সাথে মতানৈক্য সৃষ্টি হয় যুগ্ম আহবায়ক ৩য় যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু ও ৪র্থ যুগ্ম আহবায়ক (অব্যাহতিপ্রাপ্ত) হাজী নুরুউদ্দিনের। অন্যদিকে বিএনপি অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ১ম যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন। তিনি বিরোধীদের মতামত নিয়ে ১৯ মে শুক্রবার জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশ ও ১৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলনেও যোগ দিয়েছেন। অন্যদিকে জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু ও হাজী নুরুউদ্দিনের সাথে মুকুলের মধ্যে মতানৈক্য ইতিমধ্যে মিমাংসা (গতকাল) করা হয়েছে বলে অপর এক যুগ্ম আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্য নিশ্চিত করেন।

তারা জানান, কেন্দ্রীয় কমিটি নিদের্শনা রয়েছে কেন্দ্র থেকে যেসব কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানগুলোতে সকল ভেদাভেদ ভুলে এক মঞ্চে থাকার। সেই নিদের্শনায় জাকির হোসেন ওই অনুষ্ঠানে ছিলেন। তিনি বিএনপি অনুষ্ঠানগুলো থাকার একজন সক্রিয় নেতা।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য আবু আল ইউসুফ খান টিপু’র ডানে ১ম যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের মত বামেও ৩য় যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু ও ৪র্থ যুগ্ম আহবায়ক (অব্যাহতিপ্রাপ্ত) হাজী নুরুউদ্দিনকে দেখা যাবে শোনা গেছে।

Islams Group
Islam's Group