প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির শীর্ষ নেতাদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সবশেষ কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান।
নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী দেওয়া দাবীতে সরব থাকা এ নেতা মনে করেন, হুমকির ঘটনাতেই প্রমাণিত হয় বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে। বিএনপি নেতাদের মনে এবং দলের মধ্যে এটাই ঘুরপাক খাচ্ছে। সেটাই তাদের রাজশাহী জেলা আহ্বায়কের মুখ ফসকে বেরিয়ে গেছে। এর পেছনে শীর্ষরা অবশ্যই জড়িত থাকতে পারে। তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।
২২ মে প্রতিবাদ লিপিতে সুফিয়ান আরো বলেন, আমাদের শুধু এখন প্রতিবাদ নয় বরং আগামীতে প্রতিরোধও গড়ে তুলতে হবে। আমাদের নির্লিপ্ততায় বিএনপির লোকজন আবারো সেই তাদের মনের বাসনায় থাকা জঙ্গি স্টাইলে কথা বলতে শুরু করেছে। তাদেরকে সামনে আর সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোরভাবে লড়তে হবে।
আপনার মতামত লিখুন :