News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

ধমক দেওয়া সেই রবি এখন নিচে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মে ২১, ২০২৩, ১১:০১ পিএম ধমক দেওয়া সেই রবি এখন নিচে

১৯ মে শুক্রবার ছিল উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্ত আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী লীগের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যুগপৎ সমাবেশ। ঈদের পর এটিই ছিল নারায়ণগঞ্জ বিএনপির প্রথম কর্মসূচি। এর আগে গত কয়েকদিন ধরেই বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এর ফলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির এই যুগপৎ সমাবেশ সফলভাবে পালন করা নিয়ে সংশয় ছিল। কিন্তু শত শত মামলা, গ্রেফতার, বাধার পরও বিএনপি দমিয়ে যাওয়ার দল না তা প্রমাণ করে এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি, মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন না জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তবে এই কর্মসূচিতে সরব উপস্থিতি দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আগের কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবিকে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সর্বশেষ আহবায়ক কমিটি হওয়ার পর থেকেই অধিকাংশ কর্মসূচিগুলোতেই জেলা বিএনপির দুই নেতা রবি ও মামুন মাহমুদের উপস্থিতি দেখা যায় নি। তবে আজকের বৃহৎ জনসমাবেশে উপস্থিত হয়ে নিজের জানান দিয়েছেন মনিরুল ইসলাম রবি। কিন্তু মঞ্চে তাকে আসন গ্রহণ করতে দেখা যায়নি। কর্মসূচী শুরু হওয়ার অনেক আগেই তিনি কর্মসূচীস্থলে উপস্থিত হলেও পুরোটা সময় তাকে মঞ্চের পশ্চিম পাশে অবস্থান করতে দেখা গেছে। এসময় অনেক নেতাকেই তাকে মঞ্চে আসন গ্রহণ করতে বললেও তিনি তার নিজ অবস্থানেই অনঢ় ছিলেন। ওইখানে বসেই মনিরুল ইসলাম রবিকে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।

জানা যায়, গত ১৫ নভেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আর এই কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব হিসেবে রয়েছেন গোলাম ফারুক খোকন। সেই সাথে কমিটিতে ১ম যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মামুন মাহমুদ। অন্যান্য যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন ও জুয়েল আহমেদ। এ কমিটি হওয়ার পর থেকেই মনিরুল ইসলাম রবি এবং মামুন মাহমুদ বিএনপিতে অনেকটাই নিষ্কীয় হয়ে যান। অধিকাংশ কর্মসূচিতে তারা বিভিন্ন কারণ দেখিয়ে উপস্থিত হতেন না। অথচ আগের কমিটি থাকাকালে তারা দুজনই জেলা বিএনপিকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এ নিয়ে মামুন মাহমুদ সুষ্পষ্ট কোনো বক্তব্য না দিলেও মুখ খুলেন মনিরুল ইসলাম রবি। তিনি কয়েকদিন আগে নিউজ নারায়ণগঞ্জকে প্রদান করা এক সাক্ষাৎকারে এ বিষয়ে বলেন, গিয়াস উদ্দিনসহ কারো সঙ্গেই তার কোনো দ্বন্দ্ব নেই। মূলত বয়স হয়ে যাওয়ার কারণে তিনি কর্মসূচিগুলোতে উপস্থিত থাকতে পারেন নি।

এদিকে কর্মসূচীস্থলে উপস্থিত থেকেও মঞ্চে আসন গ্রহণ না করার বিষয়ে মনিরুল ইসলাম রবি সময়ের নারায়ণগঞ্জের এ প্রতিবেদককে বলেন, প্রচন্ড গরম এবং অসুস্থতার কারণে তিনি মঞ্চে যান নি। এছাড়া মঞ্চে প্রচুর নেতাকর্মীর ভিড় ছিল তাই এখানে বসে আছি। দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি। দলও আমাকে অনেককিছু দিয়েছে। দলের কাছে আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই।

Islams Group
Islam's Group