নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যুগপৎ সমাবেশে বিশাল শো ডাউন দেখিয়ে রীতিমত চমক দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তাঁর নেতৃত্বে মিছিলে যেন পরিপূর্ণতা পায় সমাবেশটি। শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ও আশেপাশে ছিল তার অনুগামীদের সরব উপস্থিতি। হাতে ছিল ব্যানার ফেস্টুন আর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগান। সেই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জোরালোও দাবীও ছিল কণ্ঠে।
বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন পর বিএনপির বৃহৎ সমাবেশ কর্মীদের জাগিয়ে তুলেছে। আর আর পেছনে দিপু অনুগামীদেরও যথেষ্ট অবদান রয়েছে। কেন্দ্র থেকে আসা নেতারাও দিপুর প্রশংসা কুড়িয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে বেশ শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন ঐতিহ্যবাহী ভূইয়া পরিবারের উত্তরসূরী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে রাজনৈতিকভাবেও তিনি অবস্থান বেশ সুদৃঢ় করেছেন। জেলা বিএনপি থেকে শুরু করে স্থানীয় বিএনপি ও এর সহযোগি সংগঠনগুলোতেও নিজের প্রভাব ও দাপট বেড়েছে। এদিকে আওয়ামী লীগের বর্তমান এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীও নির্বাচনের জোরালো প্রস্তুতি নিচ্ছেন যেখানে তাঁর শক্ত ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বি হিসেবে আবির্ভূত হয়েছেন দিপু ভূইয়া।
শুক্রবার (১৯ মে) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ওই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এদিন রূপগঞ্জ বিএনপি ও এর সহযোগি সংগঠন, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও দিপুর ফেস্টুন নিয়ে মিছিলে হাজির জন। পরে দিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে বের হয় মিছিল যেটা গিয়ে পৌছে শহীদ মিনারে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :