News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

দুটি কর্মসূচি সফল করতে বিএনপির সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ১১:১৩ পিএম দুটি কর্মসূচি সফল করতে বিএনপির সভা

আগামী ১ এপ্রিল এবং ৮ এপ্রিল কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটু, লুৎফর রহমান খোকা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, বিএনপি নেতা শহীদুল ইসলাম স্বপন প্রমুখ।

এর আগে, গত ২৫ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্যাডে কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ এপ্রিল এবং ৮ এপ্রিল জেলা বিএনপিকে দুটি অবস্থান কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৪ মার্চ কয়েকটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ১ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর ও জেলায় দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং ৮ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করতে হবে।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, কেন্দ্রের নির্দেশে দুটি কর্মসূচি সফল করতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিগুলো সফল করার জন্য নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। আমরা আগামী ১ এপ্রিল সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার প্রিয়ম নিবাসের পশ্চিম পাশে জেলা বিএনপির কর্মসূচি পালন এবং ৮ এপ্রিলের কর্মসূচি স্ব স্ব উপজেলায় করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জনগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সম্পৃক্ত করে উপরোক্ত কর্মসূচিসমূহ সফল করার আহবান জানিয়েছেন।

এদিকে গিয়াসের নেতৃত্বে জেলা বিএনপি আসার পর থেকেই দলটির রূপ বদলাতে শুরু হয়। কারণ জেলা বিএনপির প্রত্যেকটি কর্মসূচিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামী কর্মসূচিগুলোতে আরও বেশি মানুষের সমাগম ঘটবে এমনই মনে করছেন অনেকেই।

তৃণমূলের মতে, একের পর এক এমন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের মনোভাব আরও চাঙ্গা হচ্ছে। যা বিএনপির পরবর্তী আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের আরও জোরালো ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।  গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার বিভাগীয় সমাবেশে ঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে একের পর এক কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় কেন্দ্রের নির্দেশে আগামী ১ এপ্রিল এবং ৮ এপ্রিল জেলা বিএনপি দুটি অবস্থান কর্মসূচি পালন করবে। কর্মসূচি সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে জেলার প্রতিটি নেতাকর্মীদের সেই নির্দেশনাই দেওয়া হয়েছে। ১০ দফা দাবিতে বিএনপি যে আন্দোলন শুরু করেছে, এটি তাদের ৮ম ও ৯ম কর্মসূচি। এর আগে গত ২৪ ডিসেম্বর ৯ বিভাগীয় শহরে, ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল, ১১ জানুয়ারি সারাদেশে অবস্থান কর্মসূচি, ২৫ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি, ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি এবং ১১ মার্চ মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা বিএনপি।

Islams Group
Islam's Group