News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

মাঠে নামবে ফতুল্লা আওয়ামী লীগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ১১:১০ পিএম মাঠে নামবে ফতুল্লা আওয়ামী লীগ

ঈদের পর ফতুল্লা থানা এলাকায় জোর তৎপরতার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই তৎপরতা জোরদার করার কথা জানিয়েছে দুই দলের নেতা কর্মীরা।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল বলেন, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য একেএম শামীম ওসমান আবারও নির্বাচন করবেন। আগামী নির্বাচনের জন্য ফতুল্লা থানা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছে। থানার পাঁচটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে এবং পাড়া মহল্লায় আমাদের দলের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। সংসদ সদস্য বিগত দশ বছরে যে উন্নয়ন করেছেন তাতে এই থানার কোথাও কোনো উন্নয়ন কাজ বাকি নেই। এছাড়া সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তাতে সারা বিশে^ বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি হিসাবে পরিচিতি লাভ করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও দেশের মানুষ নৌকা প্রতীকেই ভোট দেবে বলে আমরা মনে করি। একই সঙ্গে আমরা পরিষ্কার করে বলতে চাই ফতুল্লার কোথাও বিএনপি-জামায়াতকে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী মাঠের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ঈদের পর আমরা আরও জোরালোভাবে মাঠে নামবো ইনশাআল্লাহ।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী চেয়ারম্যান, সহ সভাপতি আসাদুজ্জামান চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক মীর সোহেল, ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং সদস্য আবু মোহাম্মদ শরীফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন এবং থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান এবং থানা আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সাথে এই প্রতিনিধির আলাপ হয়। তখন তাঁরা সকলেই একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

চেয়ারম্যান শওকত আলী বলেন, আমরা প্রস্তুত। নির্বাচন এগিয়ে এসেছে, আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন নারায়ণগঞ্জের থানাগুলোর মাঝে ফতুল্লা থানা আওয়ামী লীগই সবচেয়ে শক্তিশালী সংগঠন। বিএনপিসহ অন্য দলগুলিকে আমরা সাংগঠনিকভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।

Islams Group
Islam's Group