নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর এ নিয়ে মহিলা দলের নেত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কেউ কেউ বলছেন দিলারা মাসুদ ময়না মহিলা দলের বদনাম করছেন। তার মতো নেত্রী দলের জন্য ক্ষতিকর।
মহিলা দলের নেত্রীদের সাথে কথা বলে জানা যায়, সিলেটে বন্যা চলাকালীন সময়ে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস জেলা ও মহানগর মহিলা দলের নেত্রীদের উদ্দেশ্য বলেছিলেন সাধ্যমত সহযোগিতা করার জন্য। তখন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের পক্ষ থেকে সভাপতি দিলারা মাসুদ ময়না মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন।
সেই সাথে এই টাকা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাসের কাছে পৌছিয়ে দিবেন বলে জানান। কিন্তু পরবর্তীতে নারায়ণগঞ্জ মহিলা দলের নেত্রীরা পরবর্তীতে জানতে পারেন বন্যার্তদের সহযোগিতার জন্য যে টাকা উঠিয়েছিলেন সেই টাকা দেননি দিলারা মাসুদ ময়না।
এরই মধ্যে ২১ ফেব্রুয়ারী উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি পালিত হয়। আর এই কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের নেত্রীরা ইচ্ছা পোষণ করেন সকলেই এক রঙের শাড়ি পড়ে আসবেন। আর এই শাড়ির টাকাটা দিলারা মাসুদ ময়নার বন্যার্তদের সহযোগিতার জন্য যে টাকা ছিলো সেখান থেকে দেয়া হবে। এতে দিলারা মাসুদ ময়নাও রাজী হন। কিন্তু এ সময়েও টাকা দেয়নি ময়না।
এদিকে আবারও এই টাকার জন্য দিলারা মাসুদ ময়নাকে বলা হলে তিনি দিচ্ছি দিবেন বলে নেত্রীদের ঘুরাচ্ছেন। আর এ নিয়ে মহানগর মহিলা দলের নেত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক দিপালী বলেন, সিলেটের বন্যার সময়র বন্যার্তদের সযোগিতার জন্য আমাদের অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এই টাকা দেননি। যেতেতু তিনি টাকা দেননি তাহলে এই টাকাটা আমাদের ফিরিয়ে দেয়ার কথা। কিন্তু ময়না আমাদের টাকা ফেরত দিচ্ছেন না।
সাংগঠনিক সম্পাদক ডলি আহমেদ বলেন, সিলেটের বন্যার সময়র বন্যার্তদের সযোগিতার জন্য আমাদের মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্দেশনায় আমাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এই টাকা দিলারা মাসুদ ময়না আফরোজা আব্বাসের কাছে পৌছায়নি বলে জানতে পারি। সেই টাকা আমরা তার কাছে ফেরত চাই। তিনি বলেন দিয়ে দিবেন।
ডলি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আমি অসহায়দের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করার কথা বলেছিলাম। এজন্য আমি তাকে বলি আমার টাকাটা দেয়ার জন্য। তিনি আমাকে বলেন টাকা দিবেন। কিন্তু গত কয়েকদিন ধরেই টাকা দিবেন বলে আমাকে ঘুরাচ্ছেন। আমার কাছ থেকে কয়েকবার বিকাশ নাম্বারও নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তিনি আমার টাকাটা ফেরত দেননি। ময়না সামান্য একটি বিষয় নিয়ে আমাদের দলের বদনাম করছেন। যা আমরা কাম্য করি না।
এ বিষয়ে মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি আপনার সাথে পরে কথা বলছি।
জানা যায়, ২০২১ সালের ১৩ নভেম্বর জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলে সভাপতি দিলারা মাসুদ ময়না ও সাধারণ সম্পাদক হিসেবে আয়শা আক্তার দিনাকে দায়িত্ব দেয়া হয়।
আপনার মতামত লিখুন :