News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

আসছে সদর থানা ৯টি ওয়ার্ডের কমিটি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০১:৪৩ পিএম আসছে সদর থানা ৯টি ওয়ার্ডের কমিটি

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত সদর থানা ও মহানগর অন্তর্ভুক্ত ১০ থেকে ১৮নং ওয়ার্ড কমিটি ঘোষণা আসছে চলতি সপ্তাহে। ২৭ মার্চের মধ্যে কমিটি তালিকা প্রকাশ করতে যাচ্ছে সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নেতারা একাধিক সূত্রে জানা গেছে। সম্মেলনে মাত্র ১ মাসের মধ্যে কমিটির ঘোষণার মাধ্যমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

একাধিক সূত্রে জানা গেছে, ২৭ মার্চ পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সাচ্চুসহ কেন্দ্রীয় নেতারা। এর কারণে নারায়ণগঞ্জসহ অন্যান্য জেলা মহানগর শাখা ও ওয়ার্ড কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। আজ কাল পরশু ওই সভায় সকল কমিটি গঠনের তালিকা করা হবে, এর ধারাবাহিকতায় কমিটি প্রকাশ করা হবে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ সদর থানা (গোগনগর ও আলীরটেক ইউনিয়ন) ও নারায়ণগঞ্জ মহানগর শহর অঞ্চলের ৯টি ওয়ার্ড সম্মেলন ঘোষণা করা হয়েছে। টানা ৪ দিনে এই সম্মেলনগুলো সম্পূর্ণ করা জন্য জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রবীণ ও নবীনদের নেতাদের দায়িত্ব দেন কেন্দ্রীয় কমিটি।

গত ১২ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জ সদর থানা ও মহানগর শহর অঞ্চলের ৯টি ওয়ার্ড সম্মেলনের তারিখ ঘোষণা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্ত, কেন্দ্রীয় কমিটির সদস্য উর্মি ডালি, জাতীয় পরিষদ সদস্য মো. টিপু সুলতান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাবেক দপ্তর সম্পাদক ইমরান, জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তাহের উদ্দিন সানি, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলী হাসান সজীব, জামির হোসেন রনি, শফিউল বাসার বাবু, সায়েম আহম্মেদ, সালমান ও কায়কোবাদ রুবেল।

ওই সভায় ২৪ ফেব্রুয়ারি শুক্রবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ সদর থানা সম্মেলনের ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ মহানগরের ১০, ১১, ১২নং ওয়ার্ড ২৫ ফেব্রুয়ারি, ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড ২৬ ফেব্রুয়ারি ও ১৬, ১৭, ১৮নং ওয়ার্ড ২৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়।

২৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাই। উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্ত, সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য উর্মি ডালি ও সঞ্চালনা করেন জাতীয় পরিষদ সদস্য মো. টিপু সুলতান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে সাবেক সভাপতি ও ছাত্রনেতা শফিউল বাসার বাবু একক প্রার্থী হন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রানা আহম্মেদ রবি ও রফিকুল ইসলাম প্রধান। এখানে বাবু ও রবি এক সাথে সাবেক কমিটিতে ছিলেন অপরদিকে গোগনগরের রফিকুল ইসলাম প্রধান শামীম ওসমানপন্থী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের অনুসারী। তাকে ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারের বদলে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে দেখা গেছে বলে জানা যায়।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ড (১০-১৮) সম্মেলন ঘোষণা নিয়ে মহানগর আওয়ামী লীগের নেতাদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। সেখানে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মাইনাস করা হয়েছে বলে অভিযোগ করে তার সমর্থকরা। মহানগরে সভাপতি হয়ে মাত্র ১টি সম্মেলনে প্রধান অতিথি রাখা নিয়ে অসম্মানি করা হয়েছে বলে অভিযোগ করে তার সমর্থনের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

১০ থেকে ১৮নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিগুলো এমপি শামীম ওসমান ও মেয়র আইভী সমন্বয়ে গঠন করা হবে জানা গেছে। বিশেষ করে ১৪, ১৫, ১৬, ১৭নং ওয়ার্ড মেয়র আইভীপন্থী নেতাদের প্রধান্য ও বাকি ওয়ার্ডগুলোতে এমপি শামীম ওসমানপন্থী নেতাদের প্রধান্য কমিটি করা হবে শুনা গেছে।

নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শফিউল বাসার বাবু জানান, ২৪ ফেব্রুয়ারিতে গোগনগরে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতারা ও জেলা আওয়ামী লীগের নেতারা সম্মেলনটি উপভোগ করেছেন। কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্বপ্রাপ্ত নেতারা ইতিমধ্যে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন, চলতি সপ্তাহে থানা কমিটি ঘোষণা হবে জানতে পেরেছি।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১১নং ওয়ার্ডের সাবেক আহবায়ক মোহাম্মদ জাবেদ আহম্মেদ জানান, কেন্দ্রীয় নেতারা জানিয়েছে এই মার্চ শেষের আগে ৯টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হবে। এখন কেন্দ্রীয় নেতারা ঘোষণার অপেক্ষায় রয়েছে ৯টি ওয়ার্ডের প্রত্যাশিত প্রার্থীরা।

Islams Group
Islam's Group