News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

আলাল দুলালের শহর দেখতে চাই না : তৈমূর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ১২:৫৮ পিএম আলাল দুলালের শহর দেখতে চাই না : তৈমূর

বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের প্রথম প্রস্তাবকারী ছিলাম আমি। অফিসিয়াল রেকর্ড বলে প্রথম প্রস্তাবকারী আমি। আমি মনে করেছি যে, নারায়ণগঞ্জ পৌরসভা যদি সিটি কর্পোরেশনের উন্নীত হয় তবে ফান্ড বৃদ্ধি পাবে সরকারি অনুদান আসবে খেটে যাওয়া যাদের নিয়ে সংগঠন করি তাদের সমস্যার সমাধান হবে। কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না।

এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন যাবৎ হকারদের সমস্যার সমাধান হচ্ছে না। বস্তিবাসীদের উচ্ছেদ করা হয়েছে কোনো পুনর্বাসন ছাড়া। কিন্তু এটা আন্তর্জাতিক আইন জাতিসংঘের আইন পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতারও সমাধান হচ্ছে না। নতুন করে সমস্যা দেখা দিয়েছে সেটা হলো হরিজন। যারা নারায়ণগঞ্জকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাদের সমস্যার সমাধান হচ্ছে না। নারায়ণগঞ্জের এমপি এবং মেয়র দুইজনেই সরকারি দলের। কিন্তু তাদের মধ্যে সমন্বয় নেই। নারায়ণগঞ্জ নগরটা আলাল দুলালের নগর হলে চলবে না।

নারায়ণগঞ্জ আলাল দুলালের শহর দেখতে চাই না উল্লেখ করে তৈমূর বলেন, আলাল যদি ডানে যায় দুলাল যায় বায়ে এই সিস্টেম হলে জনগণ বিশেষ করে খেটে খাওয়া মানুষ তাঁরা বঞ্চিত থাকবে। আমি অনুরোধ করবো যার যার ব্যক্তিগত মান অভিমান ব্যক্তিগত পছন্দ ও অপছন্দ দূরে রেখে যেহেতু দুইজনেই একই দলের এবং তাঁরা দুইজনই ক্ষমতাবান। একটি এলাকাল জন্য এমপিও প্রয়োজন মেয়রও প্রয়োজন। আলাল দুলালের মতো অবস্থান সৃষ্টি না করে আমি বলতে চাই খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান করা হোক। তাদের জন্য সমন্বয় করা হোক। এই সমস্যার সমাধানের আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। নারায়ণগঞ্জ শহরকে আলাল দুলালের শহর দেখতে চাই না।  

দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা নিয়ে তৈমূর বলেন, দেশে বর্তমানে যে অবস্থা চলছে ২০১৪ সালের নির্বাচন ২০১৮ সালের নির্বাচন এবং ২০২৪ যে নির্বাচন হবে। এখনই বুঝা যাচ্ছে সরকারের রিহার্সেল কার্যকলাপ দেখে এখনই বুঝা যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না। সরকারি দল শুধু স্থানীয় নির্বাচনে বা জাতীয় পরিষদের নির্বাচনে আগ্রাসন করে কেন্দ্র করে পুলিশের সাহায্যে আমলাদের প্রত্যক্ষ মদদে তাঁরা কেন্দ্র দখল করে। এখন শুরু হয়েছে হাটবাজার মসজিদ মাদ্রাসা আইনজীবী সমিতি এবং পেশাগত সংগঠনগুলোকে দখল করা।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী সংগঠন যেমন জাতীয় বধির সংস্থার নির্বাচন সেখানেও দেখা গেছে সরকারি দলের লোকেরা দাঁড়িয়ে থেকে নির্বাচন করে। আইনজীবী সমিতির যে নির্বাচনগুলোতেও একই অবস্থা হয়। অতএব আমি মনে করি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপি বা কোনো রাজনৈতিক দল যদি এই নির্বাচনে যায় তাহলে তাঁরা সফল হবে না। জনগণের ভোটাধিকার আদায়ের একমাত্র রাস্তা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি বিশ্বাস করি না।

Islams Group
Islam's Group