News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

মহাসচিবের কাছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০২:৩৫ পিএম মহাসচিবের কাছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহীরা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারা মহানগর বিএনপির বর্তমান কর্মকাণ্ড তুলে ধরেন। ওই সময়ে ফখরুল নেতাকর্মীদের রাজপথে আন্দোলন সংগ্রাম করার তাগিদ দেন এবং মহানগর বিএনপি নিয়ে করণীয় সম্পর্কে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন আশ্বাস দেন।

১২ মার্চ দুপুরে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, হাজী নুরুদ্দিন, আবদুর সবুর খান সেন্টুর নেতৃত্বে নেতাকর্মীরা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ওই সাক্ষাৎ করেন।

এ ব্যাপারে মুকুল বলেন, ‘আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা মহানগরের কর্মকাণ্ড সম্পর্কে মহাসচিবকে অবহিত করেছি। তিনি সাম্প্রতিক বিষয়েও ওয়াকিবহাল।’

যুগ্ম আহবায়ক এম এইচ মামুন বলেন, ‘আমাদের কথাগুলো মহাসচিব শুনেছেন। তিনি প্রয়োজনীয় করণীয় গ্রহণ করবেন আমাদের নিশ্চিত করেছেন।’

দলীয় সূত্র বলছে, ২০২২ সালের গত ১৩ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়। এ কমিটির পরেই একটি বড় অংশ বিদ্রোহ করে।

Islams Group
Islam's Group