News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

যুবদলে টাকার সঙ্গে ত্যাগের লড়াই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্পেশাল করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ১০:৫২ পিএম যুবদলে টাকার সঙ্গে ত্যাগের লড়াই

ছাত্রত্ব শেষ হয়েছে মাত্র কয়েকদিন। ছাত্রদলের পতাকাতলে থেকে নিজেকে তৈরি করেছেন রাজপথের পরীক্ষিত হিসেবে। সে কারণেই ছোট থেকে উঠে আসা পোড় খাওয়া নেতা শাহেদ আহমেদ পালন করেছেন মহানগর ছাত্রদলের সভাপতি থেকে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক। তৈরি করেছেন একঝাক সাহসী কর্মী যারা এখন মহানগর ছাত্রদলের নেতৃত্বে। ছড়িয়ে ছিটিয়ে আছে যুবদলের রাজনীতিতেও। সম্প্রতি একটি মামলায় কারাভোগও করেছেন। ২২ মামলার আসামী শাহেদের উপর আক্রোশ ক্ষমতাসীন দলের নেতাদেরও। এমপিপুত্র অয়ন ওসমান ও তার লোকজন সম্প্রতি শাহেদের বাড়িতে হানা দেয় এমন অভিযোগে বিএনপির পল্টনেও সংবাদ সম্মেলন হয়। সেই শাহেদকে নিয়ে এখন আশা বুনছেন যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, আর্থিক অস্বচ্ছল শাহেদের টাকা না থাকলেও রয়েছে সুদক্ষ বিশাল কর্মীবাহিনী সঙ্গে সততা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মহানগর যুবদলের কমিটিকে কেন্দ্র করে অনেকেই আলোচনায় রয়েছেন। তবে আলোচনায় নেতাদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন শাহেদ। আলোচনায় মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান ও এক সময়ের তুখোড় ছাত্রদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক পদে থাকা মমতাজউদ্দিন মন্তু ও সদস্য সচিব পদে থাকা মনিরুল ইসলাম সজলের নানা বিতর্কিত কর্মকান্ডে তাদের উপর আস্থা রাখতে পারছেন না যুবদলের নেতাকর্মীরা। সেই সাথে কেন্দ্রীয় যুবদলও তাদের প্রতি সন্তুষ্ট নয়। যার কারণে মহানগর যুবদলের নতুন কমিটি নিয়ে আলাপ আলোচনা সরগরম রয়েছে।

একই সাথে মমতাজউদ্দিন মন্তু ও মনিরুল ইসলাম সজলের বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান, শাহেদ আহমেদ ও মাজহারুল ইসলাম জোসেফ। কিন্তু তাদের নিয়েও সমালোচনা রয়েছে। তবে একমাত্র ব্যতিক্রম হচ্ছেন শাহেদ আহমেদ। তিনি এখন পর্যন্ত সব জায়গাতেই সফলতার পরিচয় দিয়ে আসছেন।

জানা যায়, শাহেদ আহমেদের ছাত্রদলের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে পথচলা শুরু হয়। বিগত দিনের আন্দোলন সংগ্রামে মহানগর ছাত্রদলের পক্ষ থেকে শাহেদ আহমেদের সক্রিয় ভূমিকা ছিল। যে কোনো আন্দোলন সংগ্রামে শাহেদ আহমেদ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথ দখলে রাখতেন। দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে বহুবার কারাবরণও করতে হয়েছে। সবসময় পুলিশের তালিকায় তিনি প্রথম সাড়িতে থাকতেন। বর্তমানে তিনি ২২ টি মামলার আসামীর তালিকায় রয়েছেন। মহানগর ছাত্রদলে গুরুত্বপূর্ণ ভূমিকার অবদার স্বরূপ এক পর্যায়ে তাকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি করা হয়। সেই সাথে মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘদিনের ব্যর্থতাকে ছাপিয়ে দিয়ে মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। সেই সাথে বিভিন্ন ইউনিট কমিটিগুলোও ঘোষণা করেন।

এরপর তাকে নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহবায়ক পদে আনা হয় শাহেদ আহমেদ। এখানে তিনি সফলতার পরিচয় দিয়েছেন। মহানগর যুবদলের বিভিন্ন কর্মসূচিতে তার অনুসারী নেতাকর্মীদেরই আধিক্য থাকতো। তিনি মিছিল নিয়ে না আসলে মহানগর যুবদলের কর্মসূচি পূর্ণতা পেত না। সেই সাথে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃত্বে থাকা সকলেই কমবেশি বিতর্কিত হলেও শাহেদ আহমেদকে কোনো বিতর্ক স্পর্শ করতে পারেনি। তিনি সবসময় সকল বিতর্কের উর্ধ্বে ছিলেন।

গত বছরের ৮ জুন শাহেদ আহদের একটি বক্তব্যকে কেন্দ্র করে তার বাড়ির সামনে অয়ন ওসমানের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল গাড়ি ও মোটরসাইকেল মহড়া দেন। শাহেদের উদ্দেশে তাঁরা গালিগালাজ করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

সে সময় স্থানীয়রা জানিয়েছিলেন, অয়ন ওসমান, ছাত্রলীগ নেতা রিয়াদ ও তাঁদের লোকজন তাঁর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন। সেখানে তাঁরা তিনটি ফাঁকা গুলি ছুড়েছেন। এ ছাড়া ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে যে সড়কে বসে আড্ডা দেন, সেখানে গিয়েও গালিগালাজ ও খোঁজাখুঁজি করেছেন তাঁরা।

সে সময় শাহেদ আহমেদ অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁরা আমার ওপর হামলা করতে চেয়েছেন। এ কারণে আমার বাড়ির সামনে গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

সবশেষ গত ১২ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে উচ্চ আদালত থেকে আগাম জামিন পাওয়া ১৯ বিএনপি নেতাকর্মী জামিনের আবেদন করলে বিচারক মো. আসসামস জগলুল হোসেন ৫ জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তাদের মধ্যে শাহেদ আহমেদও ছিলেন। সেই সাথে কয়েকদিন কারাভোগ শেষে জামিন লাভ করেন।

এদিকে আলোচনায় থাকা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান ইতোমধ্যে বিভিন্নভাবে বিতর্ক হয়েছেন। মহানগর যুবদলের সব কমিটিতেই তিনি বিদ্রোহ করে আসছেন। চলমান কমিটির আগে তাকে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছিল। সেবার মহানগর যুবদলের সকল নেতাকর্মীরা একসাথে থাকলেও সাগর প্রধান একা বিদ্রোহ করেছিলেন। দলীয় কর্মসূচিতে সকল পর্যায়ের নেতাকর্মীরা এক মঞ্চে আসলেও সাগর প্রধান আলাদাভাবে কর্মসূচি পালন করতেন। চলমান কমিটিতে তাকে যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছে। এবারের কমিটিতেও তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ রয়েছে।

অন্যদিকে কে এম মাজহারুল ইসলাম জোসেফ ছাত্রদলের রাজনীতিতে এক সময়ে ছিলেন আলোচিত নেতা ছিলেন। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি। কিন্তু বিগত বিএনপি সরকারের আমলেই অনেকটা ক্ষোভে রাজনীতি থেকে দূরে সরে যান। নীরব ছিলেন এক দশকেরও বেশী সময়। বিএনপি যখন কঠিন আন্দোলন সংগ্রামে ছিলেন তখন তিনি রাজনীতিতে ছিলেন না। বহু বছর নিরব থেকে কমিটিতে পদ পাওয়ায় সরব হওয়াকে যুবদলের নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না।

Islams Group
Islam's Group