News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

আনিস সমর্থকদের আঙ্গুল তুলে ধমক ডিস বাবুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিটি করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ১০:৪১ পিএম আনিস সমর্থকদের আঙ্গুল তুলে ধমক ডিস বাবুর

নারায়ণগঞ্জ মহানগরের ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী আনিস আহম্মেদ সমর্থকদের বার বার আঙ্গুল তুলে ধমক দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর ও মহানগরের কার্যকরী সদস্য আব্দুর করিম বাবু বিরুদ্ধে। মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার সামনে বার বার আঙ্গুল তুলে ধমক নিয়ে সমালোচনা করেছে স্থানীয় নেতারা।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের পাইকপাড়া এলাকায় ১৭নং ওয়ার্ড ও ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সম্মেলনে ওই ঘটনা ঘটে।

তাঁরা জানিয়েছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ একই পদ নেই বাবু। তিনি সভাপতি হতে না পারায় তার অনুগত আব্দুর মতিন মন্টুকে এখানে আসীন করেছেন। মন্টু পাইকপাড়া ভোটার কি না সন্দেহ রয়েছে। তিনি এই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গজারিয়া হোসেনদি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রয়েছেন। তার দুই বাড়ি রয়েছে, একটা পাইকপাড়া আরেকটা হোসেনদি। তিনি কিভাবে এখানে সভাপতি হন আপনারা বুঝে নিন।

Islams Group
Islam's Group