নারায়ণগঞ্জ মহানগর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী প্রার্থী তাহের উদ্দিন সানি কান্না কণ্ঠে বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ার ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করে যাচ্ছি। আমরা বয়সে ছোট বলে আমরা সুযোগ পাই না। আমাদের সুযোগ করে দেয়া জন্য আবেদন করছি। আমরা সুযোগ পাই না, আমরা দীর্ঘদিন ধরে রাজপথে রাজনীতি করেছি। বড় ভাই আসাদউল্লাহ, প্রিয় আসাদউল্লাহ ভাই, তাকে আমি সমর্থন দিয়ে আমার নাম প্রত্যাহার করে নিলাম।
শনিবার (২৮ জানুয়ারি) শেখ রাসেল পার্ক জল্লাপাড়া লেকে নারায়ণগঞ্জ মহানগরের ১৭ ও ১৮নং ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রত্যাহারের সময় তিনি কেঁদে কেঁদে এসব কথা বলেন।
আপনার মতামত লিখুন :