News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

প্রশ্নবিদ্ধ সম্মেলন, পদবাণিজ্য স্লোগান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ১০:৩৫ পিএম প্রশ্নবিদ্ধ সম্মেলন, পদবাণিজ্য স্লোগান

নারায়ণগঞ্জ মহানগর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ ঘোষণা দিতে পারে নাই মহানগরের নেতারা। শনিবার (২৮ জানুয়ারি) শেখ রাসেল পার্ক লেকে নারায়ণগঞ্জ মহানগরের ১৭ ও ১৮নং ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির নাম ঘোষণা করার জন্য সভাপতি প্রার্থী আনিস আহম্মেদের সমর্থকেরা স্লোগান দিতে থাকে। কয়েক দফা মহানগরের সভাপতি আনোয়ার হোসেন, খোকন সাহা, কাউন্সিলর বাবু, কাউন্সিলর মুন্না ও যুবলীগের সভাপতি সাজনু মাইকে থামতে বলেও তাঁরা স্লোগান দিতে থাকে। দ্বিতীয় অধিবেশনে ১৭নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী আনিস মাহমুদ ও আব্দুর মতিন মন্টুর নাম ঘোষণা করেন। এ সময় মন্টুকে ভাড়াটিয়া বলে স্লোগান দিতে থাকে।

এতে উত্তেজিত হয়ে মহানগরের সভাপতি আনোয়ার হোসেন বলেন, এখানে স্লোগান দিয়ে আমরা আসছি। আমাদের স্লোগান দিয়ে কি বুঝাতে চাও। মন্টুকে আমাকে চিনাও, ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল। তখন তোমরা কোথায় ছিলা।

সম্মেলনে এই পদে কোন সিদ্ধান্ত নিতে না পারায় সম্মেলন সমাপ্ত ঘোষণা করেন আনোয়ার হোসেন। মঞ্চ থেকে নেমে যাবার সময়, মন্টুর বিরুদ্ধে স্লোগান ও প্রশ্নবিদ্ধ সম্মেলন-পদ বাণিজ্য স্লোগান দিতে থাকে। এ সময় আনোয়ার হোসেন পিছনের দিক তাকিয়ে দেখলেও কিছু বলেনি।

Islams Group
Islam's Group