News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

ছাত্রদলের নেতাদের দিনার শুভেচ্ছা অভিনন্দন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিটি করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ১১:০২ পিএম ছাত্রদলের নেতাদের দিনার শুভেচ্ছা অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আয়শা আক্তার দিনা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

আয়শা আক্তার দিনা বলেন, বিএনপির রাজনীতিতে ছাত্রদল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আশা করি যারা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্বে এসেছেন তাঁরা সেই দায়িত্ব পালন করতে পারবেন। যারা নেতৃত্বে আসছেন তাঁরা সকলেই যোগ্য। তাদের নেতৃত্বে নারায়ণগঞ্জে ছাত্রদল আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে। সেই সাথে দলীয় আন্দোলন সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, তাদের হাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের দায়িত্ব তুলে দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু এবং মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

Islams Group
Islam's Group