News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

বিএনপির রাজনীতিতে একচ্ছত্র আধিপত্যের অবসান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্পেশাল করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ১০:৪০ পিএম বিএনপির রাজনীতিতে একচ্ছত্র আধিপত্যের অবসান

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে গত কয়েক বছর ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী একাধিক নেতা যারা নিজেদের ‘কথিত গডফাদার’ হিসেবে জাহির করেছেন তাদের কর্তৃত্বের অবসান ঘটতে যাচ্ছে। সম্প্রতি বিএনপি ও ছাত্রদলের দুই কমিটির পর উলট পালট এখানকার রাজনীতি। বদলে যাচ্ছে ক্রমশ দৃশ্যপট। নতুন দিগন্তের পথে স্থানীয় বিএনপির রাজনীতি। সংশ্লিষ্টরা বলছেন, এ দুটি কমিটির মাধ্যমে বিএনপি রাহুমুক্ত হলো।

২৬ জানুয়ারী মহানগর ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। রাকিবুর রহমান সাগরকে সভাপতি ও রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। সাগর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক এবং রাহিদ বন্দর থানা ছাত্রদলের আহবায়কের দায়িত্ব পালন করছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এ দুই নেতার পেছনে পরিশ্রম ছিল মহানগরের সাবেক সভাপতি ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদের। পরিশ্রমী ও ত্যাগী শাহেদের নেতৃত্বে বিগত দিনে সাগর ও রাহিদ রাজনীতি করে আসছিল। দলের প্রয়োজনে রাজপথে ছিলেন সরব। এ দুই নেতা তাই কমিটি পেয়েই সবার আগে শাহেদের কাছে ছুটে যান। বড় ভাই ও নেতা হিসেবেও শাহেদ তাদের আগলে রাখেন ও দিক নির্দেশনা দেন। তবে মহানগরের সভাপতি হিসেবে পাপনকে চেয়েছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল। তিনি তার রাজনৈতিক ‘বস’ খ্যাত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে দিয়ে যে কোন মূল্যে পাপনকে সভাপতি করতে চেয়েছিলেন। ছাত্রদল রাজনৈতিক অঙ্গনে এও চাউর আছে এ কমিটি বাগাতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে মোটা অংকের টাকা দিয়েছেন বলেও প্রপাগান্ডা ছড়ানো হয়েছে।

এদিকে চমক এসেছে জেলা ছাত্রদলেও। সভাপতি হয়েছেন রূপগঞ্জের নাহিদ হাসান ভূইয়া। তিনি সরাসরি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর অনুগামী। তার পুরো পরিবার বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। এক ছাই রাকিব ছিলেন ছাত্র রাজনীতিতে। অপরজন যুবদল সভাপতি দেলোয়ার হোসেন মারা গেছেন। সাধারণ সম্পাদক আড়াইহাজার ছাত্রদলের আহবায়ক জুবায়ের জিকু হলেন সেখানকার বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনের অনুগামী।

এছাড়া কমিটিতে আছেন সহ সভাপতি সাগর সিদ্দিকী, আতা ই রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাকারিয়া ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আবু তাহের রিফাত ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন। এদের অনেকেই জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনির অনুগামী।

জেলা ছাত্রদলের কমিটি নিয়েও নজরুল ইসলাম আজাদ ও সোনারগাঁয়ের মান্নান জোরালো চেষ্টা করেছিল। কিন্তু তাদের কেউ কমিটিতে নিজেদের লোক বাগাতে পারেনি।

Islams Group
Islam's Group