নানা ধরনের মেরুকরণ নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ মহানগর ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষণা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) শেখ রাসেল পার্ক জল্লাপাড়া লেকে নারায়ণগঞ্জ মহানগরের ১৭ ও ১৮নং ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর কামরুল হাসান মুন্নাকে সভাপতি ও সাবেক কাউন্সিলর কবির হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। ওই সময়ে কবির হোসাইনকে জামায়াত বিএনপির আতাঁতকারীদের এই পদে না রাখার জন্য স্লোগান দেন কাউন্সিলর মুন্নার সমর্থকেরা।
ঘোষণার পর আনোয়ার হোসেন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে আমাদের সমন্বয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি তালিকা প্রদান করবেন।
মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি হান্নান আহম্মেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, জি এম আরমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :