News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

বাবু সভাপতি না হয়ে অন্যদের সুযোগ দিয়েছেন : খোকন সাহা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ১০:০৮ পিএম বাবু সভাপতি না হয়ে অন্যদের সুযোগ দিয়েছেন : খোকন সাহা

মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেছেন, অনেকেই বলেছেন ১৭ নং ওয়ার্ডে প্যানেল মেয়র বাবু সভাপতি হবেন। আমরা বলতে চাই কাউন্সিলর যারা যদি প্রার্থী হতে চায় তাহলে কাউন্সিলদের গুরুত্ব দেওয়া দরকার। এটা আমাদের কেন্দ্রিয় নির্দেশনা আছে। প্যানেল মেয়র ও কাউন্সিলর আব্দুল করিম বাবু চাইলে প্রার্থী হলে বাবুকে সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হতো। বাবু বলেছে দাদা আমি মহানগরের সদস্য এলাকার জনসেবা করতে চাই। আমি আপনাদের সাথে তো আছিই। তাই অন্য কেউ আসুক নেতৃত্বে। বাবু নিজে সভাপতি না হতে চেয়ে অন্যদের সুযোগ করে দিয়েছেন। তাই বাবুকে আমি আমার অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি।

২৮ জানুয়ারী শনিবার বিকেলে শহরের পাইকপাড়া এলাকায় ১৭ নং ওয়ার্ড ও ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সম্মেলনে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকে দল অনেক সু সংগঠিত। অনেকেই বলেন, পাইকপাড়া আওয়ামীলীগের ঘাটি ছিল। এখন সেই আগের মত নাই। আমি বলবো পাইকপাড়া ও শীতলক্ষ্যা আওয়ামীলীগের ঘাঁটি আছে এবং থাকবে। আমরা দলের তৃনমূলের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করতে চাই। দলে ত্যাগী পরিক্ষীত নেতাকর্মীদের পদে রাখতে চাই। কাউকে আমি কথা দিলাম আমি এবং আনোয়ার ভাই ত্যাগী, সত এবং পরিক্ষীত নেতাদের ১৭ নং ও ১৮ নং ওয়ার্ডের এই দুইটা ওয়ার্ডে প্রতিষ্ঠিত করবো।

১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির পদে মন্টু ও আনিছের নাম ঘোষণা করে পরবর্তীতে নেতাকর্মীদের সাথে আলোচনা করে তাদের একজনকে সভাপতি পদে রাখা হবে বলে জানান তারা।

Islams Group
Islam's Group