News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

শঙ্কিত অবস্থায় আছি : খোকন সাহা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিটি করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৫:৫০ পিএম শঙ্কিত অবস্থায় আছি : খোকন সাহা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আমরা ডিজিটাল বারের স্বপ্ন দেখেছিলাম। আমাদের সেই স্বপ্ন জুয়েল মোহসীন বাস্তবায়ন করেছেন। জুয়েল মোহসীনের জন্য আজকের এই মুলা। বিএনপির বন্ধুরা বলেন বারভবনের মুলা ঝুলিয়েছে। আমি বিশ্বাস করি আইনজীবীরা আমাদের পক্ষে থাকলে এই মুলা ১১ তলা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলের প্রার্থীদের পক্ষে প্রচারণা মিছিল শেষে সমিতির ভবনের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট খোকন সাহা বলেন, উন্নয়নের স্বার্থে আইনজীবীদের স্বার্থে জুয়েল মোহসীনের কোনো বিকল্প নেই। আমি এখনও শঙ্কিত অবস্থায় আছি। বিএনপির বন্ধুরা কখন জানি বসে পড়ে। কারণ উনারা ম্যাডাম খালেদা জিয়ার অনুসারী। খালেদা জিয়া ২০১৪ সালে ট্রেনে উঠতে মিস করেছিল। বিএনপির বন্ধুদের বলতে চাই কোনো গোলমাল হবে না। কোনো জালিয়াতির আশ্রয় নেয়া হবে না। যদি কেউ জালিয়াতির আশ্রয় নেয় তাহলে পরের দিন থেকে কোর্টে আসবো না।

Islams Group
Islam's Group