নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে মেহেদী নামে এক যুবক।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি ছাড়ার ঘোষণা দেয় সে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠকালে মেহেদী বলেন, আমার পিতার নাম রহমত উল্ল্যাহ। আমিসহ আমার পরিবার বন্দর থানার ২২নং ওয়ার্ডের ৪৩৭ উইলসন রোড কদম রসুল এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। বিগত সময়ে আমি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলাম। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপির মিটিং মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতাম। তবে বিএনপিতে কোন পদ পদবী আমার ছিল না। ২০১৫ সালের পর থেকে আমি রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়াতে থাকি। আমার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা থাকার কারণে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। আজ থেকে আমি বিএনপির কেউ না। আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বাকি সময়ে আমার পরিবার পরিজনদের নিয়ে বেঁচে থাকতে চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেদী পিতা রহমত উল্ল্যাহ ও মেহেদী স্ত্রী সায়মা আক্তার প্রমুখ।
আপনার মতামত লিখুন :