News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১৬ মাঘ ১৪২৯

বন্দরে স্বামী-স্ত্রী নিখোঁজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৮:০৫ পিএম বন্দরে স্বামী-স্ত্রী নিখোঁজ

বন্দরে একই দিনে মেয়ে ছনিয়া আক্তার (২৪) ও মেয়ের জামাতা মাছুদ মোল্লা (৩৩)  নিরুদ্দেশের ঘটনায় একই ব্যক্তি বাদী হয়ে থানায় পৃথক দুইটি নিখোঁজ জিডি দায়ের করেছে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ ছনিয়া আক্তারের মা রেহেনা বেগম বাদী হয়ে বন্দর থানায় পৃথক দুই নিখোঁজ জিডি দায়ের করেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকা থেকে উল্লেখিত দম্পতি নিরুদ্দেশ হয়।

নিখোঁজ দম্পতি হলো ছনিয়া আক্তার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার মেয়ে ও অপর নিখোঁজ স্বামী মাছুদ মোল্লা সোনাগাঁ থানার জামপুর ইউনিয়নের নগরকান্দা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জিডি তথ্য সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৩টায় মাছুদ মোল্লা ও তার স্ত্রী ছনিয়া আক্তার বাড়ির কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গত ৪ দিন ধরে নিরুদ্দেশ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করে উল্লেখিত দম্পতির কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজ মেয়ের মা বাদী হয়ে নিখোঁজ ঘটনার ৩ দিন পর রোববার দুপুরে বন্দর থানায় পৃথক নিখোঁজ জিডি দায়ের করেন। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ দম্পতিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

Islams Group
Islam's Group