নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে মো. রহিজুল ইসলাম নামে (৮০) এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় রবিবার (৪ ডিসেম্বর) সকালে পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এর আগে, শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নিখোঁজ হন সে। এসময় তাঁর পরনে লুঙ্গি ও কালো রঙের পাতলা গেঞ্জি পরিহিত ছিল।
পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে নুর সোলাইমান জানান, গত ১ মাস আগে ভোলা জেলার আলীনগর নিজ গ্রাম থেকে চিকিৎসার জন্য বাবা রহিজুল ইসলামকে কাঁচপুর দক্ষিণপাড়া ভাড়াটিয়া বাসায় নিয়ে আসি। স্ট্রোক করার পর স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। কথা বললে বা কিছু জিজ্ঞেস করলে ভুলে যান। শনিবার সকালে বাবা বাসা থেকে কাউকে কিছু না বলে নিজে নিজে বেড়িয়ে পড়েন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি।
কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার বিশেষভাবে অনুরোধ করেছে নিখোঁজের পরিবার। নুর সোলাইমান ০১৯১৫-৭৮০৬১৭, ০১৭৪৪-৬৫২৯২৬।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজ বৃদ্ধকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :