নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সকালে সোনারগাঁ সরকারি কলেজের অনার্স ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সোনারগাঁ সংঘ।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব:) সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান উল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল হাসপাতালের নিওরোলজী বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফউজ্জামান অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার যথেষ্ট কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নয়নের কারণে সোনারগাঁয়ের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জিত হচ্ছে।
আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক দীল আফরোজ, মো. সুলতান আহম্মেদ, মো. লুৎফর রহমান, মনজ কুমার ওজা, নিলুফার ইয়াসমিন, সোহেলী আসমা, শেখ মোহাম্মদ আলী আক্কাছ, আল মামুন সিকদার, হোসনেয়ারা পান্না, জান্নাতুল ফেরদৌসী, মোগরাপাড়া এইচজিজিএস সরকারি স্মৃতি বিদ্যায়তনের শিক্ষক জহিরুল ইসলাম, রোজদুল হক, আবু জিহাদি, শ্যামা চন্দ্র দাস, মো. নুর হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :