প্রথমে ইভটিজিং পরে প্রেম নিবেদন সর্বশেষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক ধর্ষণ। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মা-বাবা বিচারের জন্য ঘুরছেন দ্বারে দ্বারে। বিচার না পেয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে মামলা করেছেন থানায়। এ ঘটনা ঘটেছে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নানাভাবে উত্ত্যক্ত করে না পেরে প্রতিবেশী যুবক উজ্জ্বল (২২) মাদ্রাসা পড়ুয়া কিশোরীকে নানাভাবে ফুসলিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একদিন সাঙ্গপাঙ্গদের সহযোগিতায় বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এভাবে তিনমাস ধরে ওই যুবক মেয়েটিকে ধর্ষণ করে। সর্বশেষ কিশোরীকে ধর্ষণ শেষে ওই যুবক সাফ জানিয়ে দেয় যে, সে তাকে বিয়ে করতে পারবে না। এ নিয়ে উপায়ান্তর না দেখে কিশোরীর মা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :