নারায়ণগঞ্জে ১০ রাউন্ড গুলিভর্তি দুটি বিদেশি পিস্তলসহ অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানাধীন কুতুবাইল এলাকার মৃত মোবারক হোসেনের খালিদ হাসান রবিন (৩৪) ও সিদ্ধিরগঞ্জ থানাধীন মৃত আব্দুল করিমের ছেলে ডালিম (২৮)।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, জাতীয় সংসদ নির্বাচন এবং নিয়মিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের অংশ হিসাবে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টর টেরোরিজম ইউনিট ফতুল্লা মডেল থানাধীন নূরবাগ (কুতুবপুর) এলাকায় ৫ নভেম্বর রাত সাড়ে ৮টায় আসামী খালিদ হাসান রবিনকে আটক করে। ওই সময়ে কোমড়ের পিছন হতে ২ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি ৭ পয়েন্ট ৬২ বোরের বিদেশি পিস্তল, পকেট হতে ৩২ রিভলবারের ২ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। রবিনের তথ্য মতে রাত সোয়া ১১টায় ভূঁইগড়ে সোনালী সংসদ খেলার মাঠের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ডালিমকে আটক করা হয়। তার কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগজিন, ২ রাউন্ড ৩২ বোরের রিভালবারের গুলি, ১ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, ৩ রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
রবিনের বিরুদ্ধে দুইটি অস্ত্র ও ছয়টি মাদক মামলাসহ মোট ৮টি মামলা এবং অপর গ্রেফতারকৃত আসামী মো. ডালিমের বিরুদ্ধে অপহরণ ও মাদক মামলাসহ ৬টি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :