নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসত বাড়ির রান্না ঘরের গ্যাসলাইনের লিকেজ খেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ নবেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার ভূলতা ইউনিয়নের আউখাবো এলাকার এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন অলি আহমেদ, তার স্ত্রী হাছেন বানু, ছেলে ওমর ফারুক, মেয়ে সাহারা বেগম ও হাছেন বানুর ভাই সোনাউদ্দিন। তারা জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া।
ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
হাসপাতালে অবস্থানরত হাছেন বানুর ভাতিজা মো. নূরে আলম চিকিৎসকদের বরাত দিয়ে জানান, হাছেন বানুর শরীরের ৪৬ শতাংশ, অলি আহমেদের ৫৮, সাহারার ৩০, ওমর ফারুকের ১৫ ও সোনাউদ্দিন ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর। রূপগঞ্জের ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন তারা। হাছেন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুঁটকির দোকান করেন। এছাড়া মেয়ে সাহারা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।
তিনি আরও জানান, বাসাটিতে লাইনে তেমন গ্যাস থাকে না। সেজন্য রান্নার কাজে গ্যাসের চাপ বাড়াতে ২ সপ্তাহ আগে একটি কম্প্রেসার লাগিয়েছেন। রাতে তারা যখন বাসাটিতে ঘুমিয়ে ছিলেন, তখন ওই গ্যাস লাইন থেকেই এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে মধ্যরাতে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
আপনার মতামত লিখুন :